অভিযোগ থাকায় বিএনপি নেতাদের গ্রেফতার করা হচ্ছে- আইনমন্ত্রী
- আপডেট সময় : ১১:৫৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- / ৪১৪ বার পড়া হয়েছে
বিএনপি নেতাদের রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, অপরাধের সংশ্লিষ্টতা থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। রাজনীতির সঙ্গে এর কোনো সংযোগ নেই।
আজ রোববার (৫ নভেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন। এর আগে আইনমন্ত্রীর সঙ্গে মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন তার সঙ্গে সাক্ষাৎ করেন।
একজন সাংবাদিক আইনমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে বলেন, একটি ঘটনাকে কেন্দ্র করে বিএনপি কেন্দ্রীয় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। এতে দেশের চলমান রাজনৈতিক সমস্যার আদৌ কোনো সমাধান হবে কি না? সাংবাদিকের এই প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এ প্রশ্নের জবাব সঠিকভাবে যে জায়গায় পাবেন, সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমার কাছে কোনো…।’
আইজিপির সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। সৌজন্য সাক্ষাৎ করতেই তিনি (আইজিপি) এসেছিলেন।’
বিএনপির নেতাকর্মীদের মামলা নিয়ে আইজিপির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘না না না, মামলা নিয়ে তার সঙ্গে কোনো আলোচনা হয়নি।’