গাজা ভূখণ্ডের আল-মাগাজি শরণার্থী শিবিরে ইসরাইলের হামলায় ৫১ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানা গেছে। শনিবার (৪ই নভেম্বর) রাতে ইসরাইলি বাহিনী এই হামলা চালায় বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। রোববার (৫ই নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এদিকে ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, মাঘাজি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলায় ৫১ জন নিহত হয়েছেন।
হামলার বিষয়ে এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, আল মাঘাজি শরণার্থী ক্যাম্পে হামলার পর ৩০ জনের বেশি মরদেহ আল আকসা মার্টায়ার্স হাসপাতালে এসেছে। কয়েক দিন আগেই গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ) হামলায় কমপক্ষে ১৯৫ জন নিহত হন।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনির স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালায়। এরপর থেকে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। চলমান সংঘাতে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ৯ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত ২২ হাজারের বেশি। গাজায় এখনও অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ফলে হু হু করে বাড়ছে ফিলিস্তিনের বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা।