ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সোনার দামে আবারও রেকর্ড, ভরি ১ লাখ ৪৬২৬ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪২:০০ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
  • / ৪১৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবারও বাড়ল সোনার দাম। এবার প্রতিভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪ হাজার ৬২৬ টাকা।

রোববার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় এই দাম সমন্বয় করা হয়েছে। সোনার এই নতুন দাম আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার থেকে ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ৯০২ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতিভরি কিনতে খরচ হবে ৮৫ হাজার ৬১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৭১ হাজার ৩২৫ টাকা। তবে সোনার দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস।

এর আগে গত ২৬ অক্টোবর ২২ ক্যারেট সোনার ভরিপ্রতি দাম নির্ধারণ করা হয় ১ লাখ ২ হাজার ৮৭৬ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম ছিল। এর আগে সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ৫৪৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ৯৮ হাজার ২১১ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৮৪ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭০ হাজার ১৫৯ টাকা নির্ধারণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

সোনার দামে আবারও রেকর্ড, ভরি ১ লাখ ৪৬২৬ টাকা

আপডেট সময় : ০৩:৪২:০০ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩

আবারও বাড়ল সোনার দাম। এবার প্রতিভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪ হাজার ৬২৬ টাকা।

রোববার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় এই দাম সমন্বয় করা হয়েছে। সোনার এই নতুন দাম আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার থেকে ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ৯০২ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতিভরি কিনতে খরচ হবে ৮৫ হাজার ৬১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৭১ হাজার ৩২৫ টাকা। তবে সোনার দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস।

এর আগে গত ২৬ অক্টোবর ২২ ক্যারেট সোনার ভরিপ্রতি দাম নির্ধারণ করা হয় ১ লাখ ২ হাজার ৮৭৬ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম ছিল। এর আগে সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ৫৪৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ৯৮ হাজার ২১১ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৮৪ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭০ হাজার ১৫৯ টাকা নির্ধারণ করা হয়।