ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সৌদি আরব পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
  • / ৪১৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেদ্দায় অনুষ্ঠেয় নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরবে পৌঁছেছেন। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন ওআইসি’র জেনারেল সেক্রেটারিয়েটের সমন্বয়ে সৌদি আরব ৬ থেকে ৮ই নভেম্বর পর্যন্ত তিন দিনের এ সম্মেলনের আয়োজন করেছে।

এর আগে সকালে সকাল সোয়া নয়টায় প্রধাননমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজ মদিনার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানবন্দরে মন্ত্রিসভার সিনিয়র সদস্য, সরকারের উর্ধ্বতন কর্মকর্তা এবং কূটনীতিকরা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। সৌদি আরবে প্রধানমন্ত্রী প্রথমে ওমরাহ পালন করবেন।

আগামী কাল ৬ নভেম্বর সন্ধ্যায় তিনি জেদ্দায় সম্মেলনে যোগ দিয়ে ভাষন দেবেন। সফরকালে ওআইসির মহাসচিব হিসেন ইব্রাহিম তাহার সাথে বৈঠক করবেন। এছাড়াও বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে যোগদান ছাড়াও তিনি ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করবেন। আগামী ৮ই নভেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

সৌদি আরব পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট সময় : ১২:০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেদ্দায় অনুষ্ঠেয় নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরবে পৌঁছেছেন। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন ওআইসি’র জেনারেল সেক্রেটারিয়েটের সমন্বয়ে সৌদি আরব ৬ থেকে ৮ই নভেম্বর পর্যন্ত তিন দিনের এ সম্মেলনের আয়োজন করেছে।

এর আগে সকালে সকাল সোয়া নয়টায় প্রধাননমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজ মদিনার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানবন্দরে মন্ত্রিসভার সিনিয়র সদস্য, সরকারের উর্ধ্বতন কর্মকর্তা এবং কূটনীতিকরা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। সৌদি আরবে প্রধানমন্ত্রী প্রথমে ওমরাহ পালন করবেন।

আগামী কাল ৬ নভেম্বর সন্ধ্যায় তিনি জেদ্দায় সম্মেলনে যোগ দিয়ে ভাষন দেবেন। সফরকালে ওআইসির মহাসচিব হিসেন ইব্রাহিম তাহার সাথে বৈঠক করবেন। এছাড়াও বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে যোগদান ছাড়াও তিনি ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করবেন। আগামী ৮ই নভেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।