ক্রিকেটকে থেকে অবসরের ঘোষণা নারিনের
- আপডেট সময় : ০৮:৩১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
- / ৪১৩ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা সুনীল নারিন। রোববার (৫ই নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তথ্যটি শেয়ার করেছেন।
ওয়েস্ট ইন্ডিজ দলের জার্সি পরিহিত নিজের একটি ছবি পোস্ট করে বিদায়ের বিষয়টি ভক্ত ও অনুরাগীদের নিশ্চিত করেন। তিনি জানান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন এই তারকা।
আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি ম্যাচ খেলা হয়নি ফ্র্যাঞ্চাইজি লিগের বড় ফেরিওয়ালা নারিনের। তবে যতোটুকু খেলেছেন তাতেই আলো ছড়িয়েছেন। গত চার বছর ধরে তো দেশের জার্সিতে খেলাই হয়নি। তবুও নিয়মিত খেলার মধ্যেই ছিলেন এই স্পিন জাদুকর। কিন্তু এবার পাকাপাকিভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর নিলেন।
জানা গেছে, ২০১৯ সালে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন জাতীয় দলের জার্সি গায়ে। ২০১৬ সালে খেলেছেন শেষ ওয়ানডে। ২০১১ সালে অভিষেকের পর তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২২টি ম্যাচ খেলেছেন এই তারকা অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন নারিন।
নারিন ৬৫ ওডিআইতে ৯২ উইকেট সংগ্রহ করেছেন। এছাড়া ৫১ টি-টোয়েন্টিতে ৫২ এবং ৬ টেস্টে ২১ উইকেট রয়েছে তার।