ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয়পর্বের ৩০ সদস্যের প্রাথমিক দল

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
  • / ৪২৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয়পর্বে উঠেছে বাংলাদেশ ফুটবল দল। আগামী ১৬ নভেম্বর দ্বিতীয়পর্বের প্রথম ম্যাচে মেলবোর্নে বাংলাদেশের কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে লেবাননের বিপক্ষে ২১ নভেম্বর ঢাকার কিংস অ্যারেনায় মাঠে নামবে বাংলাদেশ।

বাছাইপর্বের দুই ম্যাচ সামনে রেখে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ।প্রাথমিক স্কোয়াডে দলে ফিরেছেন শৃঙ্খলা ভঙ্গের শাস্তি কাটানো শেখ মোরসালিন। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো সামনে রেখে সোমবার (৬ নভেম্বর) থেকে শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। প্রাথমিক দলে রয়েছে ১০ জন কিংসের ফুটবলার। তারা এএফসি কাপের ম্যাচ শেষে শুক্রবার (১০ নভেম্বর) ক্যাম্পে যোগ দিবেন। বাকিদের আজকের মধ্যে রিপোর্ট করতে হবে।

জাতীয় দলের ম্যানেজার আমের খান জানান, আবাসিক ক্যাম্প হবে হোটেল আমারিতে। তবে এএফসি কাপের হোম ম্যাচ থাকায় এবার কিংস অ্যারেনায় প্রস্তুতির সুযোগ পাচ্ছে না টিম বাংলাদেশ। জাতীয় দলের অনুশীলন হতে পারে উত্তরার পুলিশ মাঠে।

প্রাথমিক স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের চন্দন রায় ও আবাহনীর মোহাম্মদ রহিমউদ্দিন। লম্বা বিরতির পর প্রাথমিক দলে ফিরেছেন আবাহনীর রিয়াদুল হাসানও। এছাড়াও তালিকায় নাম রয়েছে অভিষেক না হওয়া দীপক রায়, আরমান ফয়সাল ও মেহেদী হাসান শ্রাবণ।

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয়পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবানন।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয়পর্বের ৩০ সদস্যের প্রাথমিক দল

আপডেট সময় : ০৮:৩৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয়পর্বে উঠেছে বাংলাদেশ ফুটবল দল। আগামী ১৬ নভেম্বর দ্বিতীয়পর্বের প্রথম ম্যাচে মেলবোর্নে বাংলাদেশের কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে লেবাননের বিপক্ষে ২১ নভেম্বর ঢাকার কিংস অ্যারেনায় মাঠে নামবে বাংলাদেশ।

বাছাইপর্বের দুই ম্যাচ সামনে রেখে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ।প্রাথমিক স্কোয়াডে দলে ফিরেছেন শৃঙ্খলা ভঙ্গের শাস্তি কাটানো শেখ মোরসালিন। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো সামনে রেখে সোমবার (৬ নভেম্বর) থেকে শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। প্রাথমিক দলে রয়েছে ১০ জন কিংসের ফুটবলার। তারা এএফসি কাপের ম্যাচ শেষে শুক্রবার (১০ নভেম্বর) ক্যাম্পে যোগ দিবেন। বাকিদের আজকের মধ্যে রিপোর্ট করতে হবে।

জাতীয় দলের ম্যানেজার আমের খান জানান, আবাসিক ক্যাম্প হবে হোটেল আমারিতে। তবে এএফসি কাপের হোম ম্যাচ থাকায় এবার কিংস অ্যারেনায় প্রস্তুতির সুযোগ পাচ্ছে না টিম বাংলাদেশ। জাতীয় দলের অনুশীলন হতে পারে উত্তরার পুলিশ মাঠে।

প্রাথমিক স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের চন্দন রায় ও আবাহনীর মোহাম্মদ রহিমউদ্দিন। লম্বা বিরতির পর প্রাথমিক দলে ফিরেছেন আবাহনীর রিয়াদুল হাসানও। এছাড়াও তালিকায় নাম রয়েছে অভিষেক না হওয়া দীপক রায়, আরমান ফয়সাল ও মেহেদী হাসান শ্রাবণ।

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয়পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবানন।