ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সারা দেশে কাজ করছে র‌্যাবের ৪৬০টি টহল টিম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
  • / ৪১৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ডাকে চলমান অবরোধ কর্মসূচির মধ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ৪৬০টি টহল টিম মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র রাজধানীতে মোতায়েন করা হয়েছে ১৬০টি টহল টিম। জনগণের জানমাল রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এমনটি করা হয়েছে বলে জানা গেছে।

আজ সোমবার (৬ নভেম্বর) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাব ফোর্সের ১৬০টি টহল টিম মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ঢাকাসহ সারা দেশে মোট ৪৬০টি টহল টিম মোতায়েন রয়েছে।

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীসহ সারা দেশে ২২৮ প্লাটুন বিজিবি সদস্যও মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। তাদের যুগপৎ আন্দোলনের শরিকরাও এই অবরোধ পালন করছে। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীও আলাদা করে এই ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে।

অবরোধের সমর্থনে আজও দেশের বিভিন্ন স্থানে মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাস্তায় গাছের ডালপালা ফেলে আগুন দিয়ে কর্মসূচি পালন করছে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

সারা দেশে কাজ করছে র‌্যাবের ৪৬০টি টহল টিম

আপডেট সময় : ০৭:৪৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩

বিএনপির ডাকে চলমান অবরোধ কর্মসূচির মধ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ৪৬০টি টহল টিম মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র রাজধানীতে মোতায়েন করা হয়েছে ১৬০টি টহল টিম। জনগণের জানমাল রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এমনটি করা হয়েছে বলে জানা গেছে।

আজ সোমবার (৬ নভেম্বর) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাব ফোর্সের ১৬০টি টহল টিম মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ঢাকাসহ সারা দেশে মোট ৪৬০টি টহল টিম মোতায়েন রয়েছে।

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীসহ সারা দেশে ২২৮ প্লাটুন বিজিবি সদস্যও মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। তাদের যুগপৎ আন্দোলনের শরিকরাও এই অবরোধ পালন করছে। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীও আলাদা করে এই ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে।

অবরোধের সমর্থনে আজও দেশের বিভিন্ন স্থানে মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাস্তায় গাছের ডালপালা ফেলে আগুন দিয়ে কর্মসূচি পালন করছে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।