৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা গণঅধিকার পরিষদের
- আপডেট সময় : ০৫:০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
- / ৪০৮ বার পড়া হয়েছে
টানা ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দিয়েছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। বুধবার (৮ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এই কর্মসূচি পালন করবে দলটি। সোমবার ( ৬ নভেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
এর আগে একই কর্মসূচি ঘোষণা করে বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ ও এলডিপি ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান দুর্নীতি-দুঃশাসন, বিচারহীনতা, অর্থ পাচার ও সিন্ডিকেটের ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামো ভেঙে পড়াসহ সামগ্রিক নৈরাজ্য থেকে দেশের মানুষকে মুক্ত করার জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে গণঅধিকার পরিষদ আগামী ৮ ও ৯ নভেম্বর যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে।
এতে আরও বলা হয়, দলমত নির্বিশেষে দেশের অস্তিত্ব রক্ষায় সর্বস্তরের জনগণকে ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ পালনের আহ্বান জানাচ্ছে গণঅধিকার পরিষদ।