তারেককে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৯:০৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
- / ৪১৯ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ সোমবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ের সময় এ কথা বলে ওবায়দুল কাদের। এসময় কাদের বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনী সভা সিলেট থেকে শুরু হবে।
কাদের বলেন, ‘দেশে সংকট চলছে, বিশ্বজুড়ে সংকটের প্রভাব পড়ছে আমাদের দেশে। অপরাধ না করেও যুদ্ধ সংকটে আমরা কষ্ট পাচ্ছি। দ্রব্যমূল্যের কারণে বহু মানুষ কষ্ট পাচ্ছে।’
পাহাড়ের গুহা থেকে বিএনপি নেতা রুহুল কবির রিজভী ভাষণ দিচ্ছেন বলে মন্তব্য করেন কাদের। তিনি বলেন, আন্দোলনের নামে বিএনপি সন্ত্রাস করেছে, পুলিশ হত্যা করেছে। সাংবাদিকদের ওপর হামলা করেছে। এই দলের দেশের প্রতি ভালোবাসা নেই। তাদের লক্ষ্য ক্ষমতায় যেয়ে লুটপাট করা।
জনগণ ফের শেখ হাসিনাকে বিজয়ী করতে উন্মুখ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বলেন, ‘আমরা বিজয়ী হবোই। চোরাগোপ্তা হামলায় আমরা ভীত নই। জনমতের কাছে পারমাণবিক শক্তিও টিকতে পারে না, আমরা জনমতের উপর বিশ্বাসী। আমরা তাদের প্রতিহত করব।’
বিএনপি-জামায়াতের নেতাদের বিবেক নেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত গাঁজায় হামলা নিয়ে একটা কথাও বলেনি। অথচ বারাক ওবামা পর্যন্ত কথা বলেছে। এদের কারো বিবেক নেই। অথচ এই অন্যায়ের প্রতিবাদ একমাত্র শেখ হাসিনা করেছে।’
কাদের বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। চোরাগোপ্তা হামলা, অবরোধ দিয়ে নির্বাচন ঠেকানো যাবে না। সঠিক সময়ে নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না।