ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিরোধীদলের নেতা-কর্মীদের গ্রেপ্তার: যুক্তরাষ্ট্র ও ইইউ’র উদ্বেগ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
  • / ৪৩০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে বিরোধীদলের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও ধরপাকড়ের নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল।

রোববার (৫ নভেম্বর) সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক টুইটে এই নিন্দা জানান। পরে বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাসও বোরেলের টুইটের সঙ্গে একমত পোষণ করে।

এর আগে রোববার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে বাংলাদেশে আট হাজারের বেশি বিরোধীদলের নেতাকর্মীকে গ্রেপ্তার করায় উদ্বেগ জানান জোসেফ বোরেল। একই সঙ্গে সবার ক্ষেত্রেই যেন ন্যায় বিচার বিচার নিশ্চিত করা হয়, সেই আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে কয়েক দফায় সংঘর্ষ হয় পুলিশের। এতে এক পুলিশ সদস্য এবং যুবদলের এক নেতা নিহত হন। আর সংঘর্ষের কারণে পণ্ড হয়ে যায় মহাসমাবেশ।

নিউজটি শেয়ার করুন

বিরোধীদলের নেতা-কর্মীদের গ্রেপ্তার: যুক্তরাষ্ট্র ও ইইউ’র উদ্বেগ

আপডেট সময় : ০৮:৫২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩

বাংলাদেশে বিরোধীদলের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও ধরপাকড়ের নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল।

রোববার (৫ নভেম্বর) সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক টুইটে এই নিন্দা জানান। পরে বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাসও বোরেলের টুইটের সঙ্গে একমত পোষণ করে।

এর আগে রোববার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে বাংলাদেশে আট হাজারের বেশি বিরোধীদলের নেতাকর্মীকে গ্রেপ্তার করায় উদ্বেগ জানান জোসেফ বোরেল। একই সঙ্গে সবার ক্ষেত্রেই যেন ন্যায় বিচার বিচার নিশ্চিত করা হয়, সেই আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে কয়েক দফায় সংঘর্ষ হয় পুলিশের। এতে এক পুলিশ সদস্য এবং যুবদলের এক নেতা নিহত হন। আর সংঘর্ষের কারণে পণ্ড হয়ে যায় মহাসমাবেশ।