ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

৪৮ ঘণ্টা অবরোধের আজ শেষদিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
  • / ৪৩৪ বার পড়া হয়েছে

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক

৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের ৩০ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ১৮টি যানবাহনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। রোববার (৫ নভেম্বর) ভোর ৪টা থেকে সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, ১৮টি আগুনের ঘটনার মধ্যে ঢাকা মহানগরে ১০টি, ঢাকা বিভাগে (গাজীপুর, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ) ৪টি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি, আনোয়ারা, পটিয়া) ৪টি ঘটনা ঘটে। এসব ঘটনায় ১৩টি বাস, ২টি ট্রাক, ১টি প্রাইভেটকার, ১টি সিএনজি, ১টি লেগুনা পুড়ে যায়। এই ১৮টি অগ্নিকাণ্ড নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ৩৬টি ইউনিট ও ২১৬ জন জনবল কাজ করে।

৪৮ ঘণ্টার অবরোধের শেষ দিনেও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গণপরিবহন চলছে না। সোমবার (৬ নভেম্বর) সকাল থেকেই মহাসড়কটি গণপরিবহন শূন্য হয়ে পড়ে। তবে পণ্যবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ও ব্যক্তিগত কিছু যান চলাচল করতে দেখা গেছে। গত শনিবার রাতে ঢাকায় গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর থেকেই এই মহাসড়কে গণপরিবহন চলাচল কমতে শুরু করে।

অন্যদিকে রাজধানীর মুগদা এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের নির্দেশদাতা ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশলান ক্রাইস (সিটিটিসি) ইউনিট।

সোমবার (৬ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

অবরোধের দ্বিতীয় দিনে সড়কে যান চলাচল করতে দেখা গেলেও চাপ কম। সকালে সড়কে যানবাহন কম থাকলেও বেলা বাড়ার বাড়ছে যানবাহন। তবে যাত্রীর ভিড় দেখা যায়নি। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীকে দেখা গেছে সতর্ক অবস্থানে। সকালে রাজধানীর মিরপুর ১২,১১ ও ১০ নম্বর গোল চত্বর এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

এদিন সরেজমিনে দেখা যায়, মিরপুর ১২ নম্বর বাস স্ট্যান্ড, ১১ নম্বর বাস স্ট্যান্ড ও ১০ নম্বর গোল চত্বরে অবস্থান করছে পুলিশ। এছাড়াও কালশী রোডের আধুনিক মোড় , মিরপুর ১০ নম্বর ইনডোর স্টেডিয়ামের রাস্তার দুপাশে চেয়ার নিয়ে বসে থাকতে দেখা যায় আওয়ামী লীগের নেতা কর্মীদের। এছাড়াও সরকারি দলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায় ১০ নম্বর গোল চত্বরে। এ দিন সকাল ৮ টার দিকে সড়কের পরিবহন কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সাথে বেড়েছে যানবাহনের সংখ্যা।

রেলপথে টায়ার জ্বালিয়ে জামায়াতের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ রেলপথের টঙ্গী-জয়দেবপুর স্টেশনের সামান্তপুর এলাকায় রেললাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে জামায়াত ইসলামের কর্মীরা। সোমবার (৬ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. হানিফ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, দুষ্কৃতিকারীরা জয়দেবপুর-টঙ্গী স্টেশনের মাঝামাঝি ধীরাশ্রম এলাকায় রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে আগুন দেয়। এ সময় তারা রেললাইন অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ভোর সাড়ে ৬টার দিকে জয়দেবপুর-টঙ্গী রেল সড়কের সামান্তপুর এলাকায় সাত থেকে আটজন লোক রেল লাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়। পরে টায়ারের আগুন নিভিয়ে রেল লাইন থেকে সরিয়ে ফেলা হয়। এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

অবরোধবিরোধী মিছিল
ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধবিরোধী মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগ। মহাসড়কের পাঁচরুখী বাজার থেকে বাগবাড়ী পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

মিছিলের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলাম বাবু। এসময় আড়াইহাজার উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল শেষে সোমবার (৬ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কে অবস্থান নেন নজরুল ইসলাম বাবুসহ উপজেলা আওয়ামী লীগের নেতারা। সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের এমপি বাবু জানান, দেশব্যাপী যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বিএনপি-জামায়াত স্বাধীনতাবিরোধী অপশক্তি এর বিরুদ্ধে আমরা রাজপথে থেকে তা প্রতিরোধ করব।

জবি ছাত্রদলের বিক্ষোভ
বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার অবরোধের শেষ দিনে পুরান ঢাকার দয়াগঞ্জ মোড়ে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।

সোমবার (৬ অক্টোবর) সকালে শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি এবিএম মাহমুদ সর্দার, যুগ্ম সম্পাদক মিলন হাওলাদার, জবি ছাত্রদলের সহ-সভাপতি জুলকার নাইন, শামিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুসাব্বির মিল্লাত পাটোয়ারী, জাফর আহমেদ, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি, দপ্তর সম্পাদক সাখওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, মেহেদী হাসান অর্নব, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুল হাসান, ফয়সাল, মাসফিক, সমাজ সেবা সম্পাদক রবিন মিয়া শাওন, সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোজাম্মেল মামুন ডেনিসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

গাজীপুরে ২ বাসে আগুন
গাজীপুর মহানগরের সদর থানাধীন শিববাড়ির-শিমুলতলী সড়কে বটতলা এলাকায় সড়কের পাশে পার্কিং করা গাজীপুর পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত দুইটার দিকে এ আগুনের ঘটনা ঘটে। এরপর ভোর ৪টার দিকে কেপি পরিবহনের আরও একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন জানান, রাত দুইটার দিকে সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

চট্টগ্রামে বাস-অটোরিকশায় আগুন
বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার অবরোধের দ্বিতীয় দিনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা এলাকায় একটি যাত্রীবাহী বাস এবং নগরের পাঁচলাইশ থানা এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোর রাতে এ দুটি ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকায় অবরোধের সমর্থনে একটি ঝটিকা মিছিল বের করা হয়। এসময় তারা একটি কাভার্ডভ্যান ভাঙচুর ও সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা আসার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।

এ ছাড়া আনোয়ারার চাতরী চৌমহনী বাজারের ট্রাফিক বক্স এলাকায় মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। এ সময় মসজিদে নামাজ পড়তে আসা লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, আনোয়ারা উপজেলা ও নগরের পাঁচলাইশ থানা এলাকায় দুটি গাড়িতে আগুনের ঘটনা আছে। এ ছাড়া আপাতত আর কোনো আগুনের তথ্য নেই।

নাটোর-বগুড়া মহাসড়কে পিকেটিং ও ঝটিকা মিছিল
নাটোর: নাটোরে ঢিলেঢালাভাবে চলছে বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার অবরোধ কর্মসূচি। দ্বিতীয় দফার শেষ দিন বিভিন্ন সড়কে হালকা যানবাহন চলাচল করছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সোমবার (০৬ নভেম্বর) কাকডাকা ভোরে বিএনপি কর্মীরা অবরোধের সমর্থনে নাটোর-বগুড়া মহাসড়কে ঝটিকা মিছিল ও পিকেটিং করেন। এসময় পণ্যবাহী ট্রাকে হামলা চালানো হয়।

পিকেটাররা হাতে লাঠি নিয়ে ইটপাটকেল ছুড়ে ট্রাক থামানোর চেষ্টা করেন। ঝটিকা এ কর্মসূচি শেষে মোটরসাইকেলে করে দ্রুত এলাকা থেকে সটকে পড়েন তারা। এদিকে অবরোধের বিপক্ষে মোটরসাইকেল র‌্যালি করেছেন যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা।

নাশকতা এড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ সদস্যদের জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা গেছে।

ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল পণ্ড
ফেনীতে পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে যুবদলের বিক্ষোভ মিছিল। সোমবার (৬ নভেম্বর) সকাল ৮টার দিকে শহরের ইসলামপুর রোডস্থ দলীয় কার্যালয় সংলগ্নে এ ঘটনা ঘটে। এতে যুবদলের ৫-৭ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন নেতারা।

বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির শেষদিনের সমর্থনে এ বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলে নেতৃত্ব দেন ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার।

এসময় জেলা যুবদলের সহ-সভাপতি গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বরাত, দপ্তর সম্পাদক আল ইমরান, পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন মাস্টার, সদস্য সচিব শাহাদাত হোসেন, যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম রাহাত, সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবিরসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জে মহাসড়কে গাছ ফেলে অবরোধ
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের জাগীর এলাকায় কাটা গাছ ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন বিএনপির নেতাকর্মীরা। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বভাবিক করে। সোমবার (৬ নভেম্বর) ভোরে সদর উপজেলার জাগীর এলাকায় এ ঘটনা ঘটে।

গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের জাগীর এলাকায় রোববার (৫ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে কে বা কারা মহাসড়কের রাস্তার পাশের বড় একটি গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। খবর পেয়ে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

অপরদিকে সকালে মানিকগঞ্জ-হরিরামপুর সড়কের সরুপাই বাজার এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। পরে পুলিশ গিয়ে নেতাকর্মীদের ধাওয়া করে।

প্রকাশ্যে যুবলীগ নেতার রামদা নিয়ে মহড়া
পটুয়াখালীর রাঙ্গাবালীতে হরতালবিরোধী মিছিলে যুবলীগ নেতার রামদা (দেশি অস্ত্র) নিয়ে মহড়া দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়। রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়ন এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রকাশ্যে রামদা হাতে মিছিল করা ওই যুবলীগ নেতার নাম কাওসার ফরাজী। তিনি মৌডুবি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। রামদা হাতে নিয়ে তার মিছিল করার ৬ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে পোস্ট করে ওই ইউনিয়নেরই ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান যুবলীগ কর্মী আরিফ রহমান। সেখানে তিনি ক্যাপশনে লিখেন ‘ছোট একটি সতর্কবার্তা।’

শেষ দিনে নেত্রকোণায় বিক্ষোভ
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে নেত্রকোণার কেন্দুয়ায় মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপি নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব রোটারিয়ান এম নাজমুল হাসান।

সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টায় কেন্দুয়া-আটপাড়া সড়কের গোপালপুর বাজারে বিক্ষোভ মিছিল শেষে টায়ারে আগুন ধরিয়ে দেয় তারা।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জিয়া পরিষদের সহকারী মহাসচিব রোটারিয়ান এম নাজমুল হাসানসহ অন্যান্য নেতা-কর্মীরা। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার হুঁশিয়ারি দেন।

কুষ্টিয়ায় বিএনপির অবরোধ, দুর্ভোগে সাধারণ মানুষ
কুষ্টিয়ায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে সোমবার (৬ নভেম্বর) দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। অভ্যন্তরীণ রুটে যান চলাচল না করায় এই দুর্ভোগে পড়েন তারা। পূর্ব ঘোষণা থাকায় কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল, মজমপুর বাসডিপো, এমনকি দূরপাল্লার বাস কাউন্টার ছিলো অনেকটা জনশূন্য। তবে সিএনজি অটোরিকশা চলছে অন্যান্য দিনের মতো। এসব পরিবহনে যাত্রীদের বাড়তি ভাড়া দিতে হচ্ছে।

এদিকে, বিএনপি জামায়াতের কোন নেতা-কর্মীকে আজও মাঠে দেখা যায়নি। যে কোনো ধরনের নাশকতামূলক পরিস্থিতি এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

৪৮ ঘণ্টা অবরোধের আজ শেষদিন

আপডেট সময় : ০৭:৫৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩

বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের ৩০ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ১৮টি যানবাহনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। রোববার (৫ নভেম্বর) ভোর ৪টা থেকে সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, ১৮টি আগুনের ঘটনার মধ্যে ঢাকা মহানগরে ১০টি, ঢাকা বিভাগে (গাজীপুর, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ) ৪টি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি, আনোয়ারা, পটিয়া) ৪টি ঘটনা ঘটে। এসব ঘটনায় ১৩টি বাস, ২টি ট্রাক, ১টি প্রাইভেটকার, ১টি সিএনজি, ১টি লেগুনা পুড়ে যায়। এই ১৮টি অগ্নিকাণ্ড নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ৩৬টি ইউনিট ও ২১৬ জন জনবল কাজ করে।

৪৮ ঘণ্টার অবরোধের শেষ দিনেও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গণপরিবহন চলছে না। সোমবার (৬ নভেম্বর) সকাল থেকেই মহাসড়কটি গণপরিবহন শূন্য হয়ে পড়ে। তবে পণ্যবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ও ব্যক্তিগত কিছু যান চলাচল করতে দেখা গেছে। গত শনিবার রাতে ঢাকায় গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর থেকেই এই মহাসড়কে গণপরিবহন চলাচল কমতে শুরু করে।

অন্যদিকে রাজধানীর মুগদা এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের নির্দেশদাতা ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশলান ক্রাইস (সিটিটিসি) ইউনিট।

সোমবার (৬ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

অবরোধের দ্বিতীয় দিনে সড়কে যান চলাচল করতে দেখা গেলেও চাপ কম। সকালে সড়কে যানবাহন কম থাকলেও বেলা বাড়ার বাড়ছে যানবাহন। তবে যাত্রীর ভিড় দেখা যায়নি। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীকে দেখা গেছে সতর্ক অবস্থানে। সকালে রাজধানীর মিরপুর ১২,১১ ও ১০ নম্বর গোল চত্বর এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

এদিন সরেজমিনে দেখা যায়, মিরপুর ১২ নম্বর বাস স্ট্যান্ড, ১১ নম্বর বাস স্ট্যান্ড ও ১০ নম্বর গোল চত্বরে অবস্থান করছে পুলিশ। এছাড়াও কালশী রোডের আধুনিক মোড় , মিরপুর ১০ নম্বর ইনডোর স্টেডিয়ামের রাস্তার দুপাশে চেয়ার নিয়ে বসে থাকতে দেখা যায় আওয়ামী লীগের নেতা কর্মীদের। এছাড়াও সরকারি দলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায় ১০ নম্বর গোল চত্বরে। এ দিন সকাল ৮ টার দিকে সড়কের পরিবহন কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সাথে বেড়েছে যানবাহনের সংখ্যা।

রেলপথে টায়ার জ্বালিয়ে জামায়াতের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ রেলপথের টঙ্গী-জয়দেবপুর স্টেশনের সামান্তপুর এলাকায় রেললাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে জামায়াত ইসলামের কর্মীরা। সোমবার (৬ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. হানিফ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, দুষ্কৃতিকারীরা জয়দেবপুর-টঙ্গী স্টেশনের মাঝামাঝি ধীরাশ্রম এলাকায় রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে আগুন দেয়। এ সময় তারা রেললাইন অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ভোর সাড়ে ৬টার দিকে জয়দেবপুর-টঙ্গী রেল সড়কের সামান্তপুর এলাকায় সাত থেকে আটজন লোক রেল লাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়। পরে টায়ারের আগুন নিভিয়ে রেল লাইন থেকে সরিয়ে ফেলা হয়। এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

অবরোধবিরোধী মিছিল
ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধবিরোধী মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগ। মহাসড়কের পাঁচরুখী বাজার থেকে বাগবাড়ী পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

মিছিলের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলাম বাবু। এসময় আড়াইহাজার উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল শেষে সোমবার (৬ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কে অবস্থান নেন নজরুল ইসলাম বাবুসহ উপজেলা আওয়ামী লীগের নেতারা। সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের এমপি বাবু জানান, দেশব্যাপী যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বিএনপি-জামায়াত স্বাধীনতাবিরোধী অপশক্তি এর বিরুদ্ধে আমরা রাজপথে থেকে তা প্রতিরোধ করব।

জবি ছাত্রদলের বিক্ষোভ
বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার অবরোধের শেষ দিনে পুরান ঢাকার দয়াগঞ্জ মোড়ে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।

সোমবার (৬ অক্টোবর) সকালে শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি এবিএম মাহমুদ সর্দার, যুগ্ম সম্পাদক মিলন হাওলাদার, জবি ছাত্রদলের সহ-সভাপতি জুলকার নাইন, শামিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুসাব্বির মিল্লাত পাটোয়ারী, জাফর আহমেদ, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি, দপ্তর সম্পাদক সাখওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, মেহেদী হাসান অর্নব, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুল হাসান, ফয়সাল, মাসফিক, সমাজ সেবা সম্পাদক রবিন মিয়া শাওন, সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোজাম্মেল মামুন ডেনিসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

গাজীপুরে ২ বাসে আগুন
গাজীপুর মহানগরের সদর থানাধীন শিববাড়ির-শিমুলতলী সড়কে বটতলা এলাকায় সড়কের পাশে পার্কিং করা গাজীপুর পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত দুইটার দিকে এ আগুনের ঘটনা ঘটে। এরপর ভোর ৪টার দিকে কেপি পরিবহনের আরও একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন জানান, রাত দুইটার দিকে সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

চট্টগ্রামে বাস-অটোরিকশায় আগুন
বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার অবরোধের দ্বিতীয় দিনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা এলাকায় একটি যাত্রীবাহী বাস এবং নগরের পাঁচলাইশ থানা এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোর রাতে এ দুটি ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকায় অবরোধের সমর্থনে একটি ঝটিকা মিছিল বের করা হয়। এসময় তারা একটি কাভার্ডভ্যান ভাঙচুর ও সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা আসার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।

এ ছাড়া আনোয়ারার চাতরী চৌমহনী বাজারের ট্রাফিক বক্স এলাকায় মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। এ সময় মসজিদে নামাজ পড়তে আসা লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, আনোয়ারা উপজেলা ও নগরের পাঁচলাইশ থানা এলাকায় দুটি গাড়িতে আগুনের ঘটনা আছে। এ ছাড়া আপাতত আর কোনো আগুনের তথ্য নেই।

নাটোর-বগুড়া মহাসড়কে পিকেটিং ও ঝটিকা মিছিল
নাটোর: নাটোরে ঢিলেঢালাভাবে চলছে বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার অবরোধ কর্মসূচি। দ্বিতীয় দফার শেষ দিন বিভিন্ন সড়কে হালকা যানবাহন চলাচল করছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সোমবার (০৬ নভেম্বর) কাকডাকা ভোরে বিএনপি কর্মীরা অবরোধের সমর্থনে নাটোর-বগুড়া মহাসড়কে ঝটিকা মিছিল ও পিকেটিং করেন। এসময় পণ্যবাহী ট্রাকে হামলা চালানো হয়।

পিকেটাররা হাতে লাঠি নিয়ে ইটপাটকেল ছুড়ে ট্রাক থামানোর চেষ্টা করেন। ঝটিকা এ কর্মসূচি শেষে মোটরসাইকেলে করে দ্রুত এলাকা থেকে সটকে পড়েন তারা। এদিকে অবরোধের বিপক্ষে মোটরসাইকেল র‌্যালি করেছেন যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা।

নাশকতা এড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ সদস্যদের জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা গেছে।

ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল পণ্ড
ফেনীতে পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে যুবদলের বিক্ষোভ মিছিল। সোমবার (৬ নভেম্বর) সকাল ৮টার দিকে শহরের ইসলামপুর রোডস্থ দলীয় কার্যালয় সংলগ্নে এ ঘটনা ঘটে। এতে যুবদলের ৫-৭ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন নেতারা।

বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির শেষদিনের সমর্থনে এ বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলে নেতৃত্ব দেন ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার।

এসময় জেলা যুবদলের সহ-সভাপতি গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বরাত, দপ্তর সম্পাদক আল ইমরান, পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন মাস্টার, সদস্য সচিব শাহাদাত হোসেন, যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম রাহাত, সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবিরসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জে মহাসড়কে গাছ ফেলে অবরোধ
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের জাগীর এলাকায় কাটা গাছ ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন বিএনপির নেতাকর্মীরা। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বভাবিক করে। সোমবার (৬ নভেম্বর) ভোরে সদর উপজেলার জাগীর এলাকায় এ ঘটনা ঘটে।

গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের জাগীর এলাকায় রোববার (৫ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে কে বা কারা মহাসড়কের রাস্তার পাশের বড় একটি গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। খবর পেয়ে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

অপরদিকে সকালে মানিকগঞ্জ-হরিরামপুর সড়কের সরুপাই বাজার এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। পরে পুলিশ গিয়ে নেতাকর্মীদের ধাওয়া করে।

প্রকাশ্যে যুবলীগ নেতার রামদা নিয়ে মহড়া
পটুয়াখালীর রাঙ্গাবালীতে হরতালবিরোধী মিছিলে যুবলীগ নেতার রামদা (দেশি অস্ত্র) নিয়ে মহড়া দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়। রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়ন এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রকাশ্যে রামদা হাতে মিছিল করা ওই যুবলীগ নেতার নাম কাওসার ফরাজী। তিনি মৌডুবি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। রামদা হাতে নিয়ে তার মিছিল করার ৬ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে পোস্ট করে ওই ইউনিয়নেরই ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান যুবলীগ কর্মী আরিফ রহমান। সেখানে তিনি ক্যাপশনে লিখেন ‘ছোট একটি সতর্কবার্তা।’

শেষ দিনে নেত্রকোণায় বিক্ষোভ
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে নেত্রকোণার কেন্দুয়ায় মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপি নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব রোটারিয়ান এম নাজমুল হাসান।

সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টায় কেন্দুয়া-আটপাড়া সড়কের গোপালপুর বাজারে বিক্ষোভ মিছিল শেষে টায়ারে আগুন ধরিয়ে দেয় তারা।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জিয়া পরিষদের সহকারী মহাসচিব রোটারিয়ান এম নাজমুল হাসানসহ অন্যান্য নেতা-কর্মীরা। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার হুঁশিয়ারি দেন।

কুষ্টিয়ায় বিএনপির অবরোধ, দুর্ভোগে সাধারণ মানুষ
কুষ্টিয়ায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে সোমবার (৬ নভেম্বর) দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। অভ্যন্তরীণ রুটে যান চলাচল না করায় এই দুর্ভোগে পড়েন তারা। পূর্ব ঘোষণা থাকায় কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল, মজমপুর বাসডিপো, এমনকি দূরপাল্লার বাস কাউন্টার ছিলো অনেকটা জনশূন্য। তবে সিএনজি অটোরিকশা চলছে অন্যান্য দিনের মতো। এসব পরিবহনে যাত্রীদের বাড়তি ভাড়া দিতে হচ্ছে।

এদিকে, বিএনপি জামায়াতের কোন নেতা-কর্মীকে আজও মাঠে দেখা যায়নি। যে কোনো ধরনের নাশকতামূলক পরিস্থিতি এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।