তুরস্কের পার্লামেন্টে কোকা-কোলা ও নেসলের পণ্য বর্জন
- আপডেট সময় : ০৪:০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
- / ৪২২ বার পড়া হয়েছে
ইসরায়েলকে সমর্থন দেওয়ার অভিযোগে তুরস্কের পার্লামেন্টের রেস্টুরেন্ট থেকে বাদ দেওয়া হলো কোকা-কোলা ও নেসলের পণ্য। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
এক বিবৃতিতে তুরস্কের পার্লামেন্টের পক্ষ থেকে বলা হয়, পার্লামেন্টের আওতাধীন কোনো রেস্টুরেন্ট,ক্যাফেটেরিয়া ও চায়ের দোকানে কোকা-কোলা ও নেসলের পণ্য পাওয়া যাবে না।
তুরস্কের পার্লামেন্টের স্পিকার নুমান কুরতুলমুস এ সিদ্ধান্তের কথা জানালেও বিবৃতিতে কোম্পানির নাম উল্লেখ করা হয়নি। তবে একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, কোকা-কোলার পানীয় ও নেসলের ইনস্ট্যান্ট কফি মেনু থেকে বাদ দিয়েছে তুরস্কের পার্লামেন্টে। জনগণের দাবির মুখে এ পণ্য বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়েছেন অ্যাক্টিভিস্টরা।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালালে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়। এরপর হামাসকে লক্ষ্য করে হাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় ৪ হাজারেরও বেশি শিশুসহ ১০ হাজার ২২২জন ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি নিহত হয়েছে ১ হাজার ৪০০ জন।