ইসরায়েলি হামলায় লেবাননের কোনো বেসামরিক নাগরিকের প্রাণ গেলে ইসরায়েলের মৃতের সংখ্যা দ্বিগুণ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে লেবানিজ সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। আজ মঙ্গলবার হিজবুল্লাহর এমপি আলী ফায়াদ এমন হুঁশিয়ারি দেন।
গত রোববার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় তিন শিশু ও তাদের দাদি নিহত হন। আজ মঙ্গলবার তাদের শেষকৃত্যে উপস্থিত হয়ে ফায়াদ বলেন, বেসামরিকদের ওপর কোনো ধরনের আগ্রাসন দেখালে দ্বিগুণ মৃত্যু দেখবে ইসরায়েল। হিজবুল্লাহ পুরোপুরি সমর্থ এখনও দেখায়নি।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালালে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়। এরপর হামাসকে লক্ষ্য করে হাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় ৪ হাজারেরও বেশি শিশুসহ ১০ হাজার ২২২জন ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি নিহত হয়েছে ১ হাজার ৪০০ জন।
হামাসের সঙ্গে যুদ্ধের মধ্যেই লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে ইসরায়েলি সেনারা। এ সংঘাতে এখন পর্যন্ত ৬০ হিজবুল্লাহ যোদ্ধা ও ১০ বেসামরিক নাগরিক নিহত হন। এদিকে হিজবুল্লাহর হামলায় সাত ইসরায়েলের সাত সেনা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।