বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা
- আপডেট সময় : ০৮:২৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
- / ৪১৪ বার পড়া হয়েছে
বিশ্বকাপের উন্মাদনার পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে বাংলাদেশে আসছে টিম নিউজিল্যান্ড। দুই টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের কন্ডিশন মাথায় রেখে স্পিন শক্তি বাড়িয়ে টেস্ট দল ঘোষণা করল কিউইরা। ঘোষিত দলে চোটের জন্য রাখা হয়নি স্পিন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলের।
তবে চলতি বিশ্বকাপে ভারতের কন্ডিশনে ভালো করায় টেস্ট দলে সুযোগ পেয়েছেন গ্লেন ফিলিপস। আইসিসির এই মেগা ইভেন্টে তিনি বেশ কয়েকটি ম্যাচেই দলকে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিয়েছেন। এছাড়া এবারের বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন রাচিন রবীন্দ্র। সাদা বলে আলো ছড়িয়ে তিনি জায়গা করে নিয়েছেন লাল বলের দলে। বাংলাদেশ সফরের টেস্ট স্কোয়াডে ফিরলেন মিচেল স্যান্টনারও। এছাড়াও রয়েছেন এজাজ প্যাটেল।
ফিরেছেন ফাস্ট বোলার কাইল জেমিসনও। পেস বোলিং বিভাগে তার সঙ্গী অধিনায়ক টিম সাউদি ও ম্যাট হেনরি। এবার পেস বোলিং কোচ হিসেসে থাকবেন জ্যাকব ওরাম। স্পিন কোচ হিসেবে আসবেন পাকিস্তানের স্পিন কিংবদন্তি ও বাংলাদেশের সাবেক স্পিন পরামর্শক সাকলায়েন মুশতাক।
এই সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ বর্ষের যাত্রা শুরু করবে নিউজিল্যান্ড। সিরিজে বিশ্রামে থাকবেন প্রধান কোচ গ্যারি স্টেড। তার জায়গায় কোচের দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক ব্যাটসম্যান লুক রনকি।
নিউজিল্যান্ডের টেস্ট দল: টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেইন উইলিয়ামসন, উইল ইয়ং।