ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইসরায়েল থেকে আরও ২ দেশের রাষ্ট্রদূত প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
  • / ৪১০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞের প্রতিবাদে দেশটি থেকে আরও ২ দেশ তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে। এনিয়ে বিশ্বের ৯টি দেশ ইসরায়েলে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিলো। অবশ্য এ তালিকায় সর্বশেষ যুক্ত হলো- চাদ ও দক্ষিণ আফ্রিকা। রাষ্ট্রদূত প্রত্যাহার করে দেশগুলো হলো- বাহরাইন, বলিভিয়া, চাদ, চিলি, কলাম্বিয়া, হন্ডুরাস, জর্ডান, দক্ষিণ আফ্রিকা ও তুরস্ক। এর মধ্যে ইসরায়েলের সঙ্গে সব রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে বলিভিয়া।

এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ইসরায়েলের হামলা জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে শিশুদের জন্য কবরস্থানে পরিণত হচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা। তিনি বলেছেন, প্রতি ঘণ্টা পার হওয়ার সঙ্গে সঙ্গে মানবিক অস্ত্রবিরতির প্রয়োজনীয়তা আরও বেশি বাড়ছে।

এর আগে এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের সংস্থাগুলো জানায়, গাজা এবং ইসরায়েলে বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ড ভয়াবহ। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা জোরদার হয়েছে। যদিও ইসরায়েল দাবি করছে, হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে এবং বেসামরিক নাগরিকদের মৃত্যু কমানোর চেষ্টা করছে তারা। সূত্র: আল জাজিরা, সিএনএন

নিউজটি শেয়ার করুন

ইসরায়েল থেকে আরও ২ দেশের রাষ্ট্রদূত প্রত্যাহার

আপডেট সময় : ০৩:৫৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩

গাজায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞের প্রতিবাদে দেশটি থেকে আরও ২ দেশ তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে। এনিয়ে বিশ্বের ৯টি দেশ ইসরায়েলে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিলো। অবশ্য এ তালিকায় সর্বশেষ যুক্ত হলো- চাদ ও দক্ষিণ আফ্রিকা। রাষ্ট্রদূত প্রত্যাহার করে দেশগুলো হলো- বাহরাইন, বলিভিয়া, চাদ, চিলি, কলাম্বিয়া, হন্ডুরাস, জর্ডান, দক্ষিণ আফ্রিকা ও তুরস্ক। এর মধ্যে ইসরায়েলের সঙ্গে সব রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে বলিভিয়া।

এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ইসরায়েলের হামলা জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে শিশুদের জন্য কবরস্থানে পরিণত হচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা। তিনি বলেছেন, প্রতি ঘণ্টা পার হওয়ার সঙ্গে সঙ্গে মানবিক অস্ত্রবিরতির প্রয়োজনীয়তা আরও বেশি বাড়ছে।

এর আগে এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের সংস্থাগুলো জানায়, গাজা এবং ইসরায়েলে বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ড ভয়াবহ। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা জোরদার হয়েছে। যদিও ইসরায়েল দাবি করছে, হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে এবং বেসামরিক নাগরিকদের মৃত্যু কমানোর চেষ্টা করছে তারা। সূত্র: আল জাজিরা, সিএনএন