ইসরায়েলে ছেড়ে যাওয়া মার্কিন জাহাজ ঠেকাতে বিক্ষোভ
- আপডেট সময় : ০৯:০৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
- / ৪২১ বার পড়া হয়েছে
অন্ধকার আকাশ এবং প্রচণ্ড বৃষ্টির মধ্যে অস্ত্রভর্তি জাহাজ আটকাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের টাকোমা বন্দরে বিক্ষোভ করেছেন শতাধিক বিক্ষোভকারী। ইসরায়েলের জন্য একটি জাহাজে অস্ত্র ভর্তি করা হয়েছে এমন অভিযোগের পর ওই জাহাজ বন্দর থেকে ছেড়ে যাওয়া ঠেকাতে বিক্ষোভ করেন তারা। খবর আল জাজিরা
বিক্ষোভকারীদের আশঙ্কা এসব অস্ত্র দিয়ে ইসরায়েল গাজায় হামলা চালাবে। যদিও সেখানে হামলায় ইতোমধ্যে ১০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
বিক্ষোভকারীদের একজন ওয়াশিম হেজ বলেন, আমরা গাজায় যুদ্ধবিরতি চাই, সেখানে বেসরকারি নাগরিকদের হত্যা করা বন্ধ হোক আমরা সেটা চাই।
আরব রিসোর্স এন্ড অরগানাইজেশন সেন্টার এই বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভে তাদের সঙ্গে আরও কিছু গ্রুপ অংশ নেয়।
ওয়াশিম হেজ বলেন, একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি মার্কিন ওই জাহাজে ইসরায়েলের জন্য অস্ত্র এবং সামরিক সরঞ্জাম পাঠানো হচ্ছে।
তবে আল জাজিরা তাদের এ অভিযোগের সত্যতা নিশ্চিত করতে পারেনি। পেন্টাগনের একজন মুখপাত্র জেফ জারজেসেন এক ইমেইল বার্তায় জানান, ওই জাহাজটি মার্কিন সামরিক বাহিনীর কার্গো নেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে। এর বেশি তথ্য দিতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন।