ঢাকা ১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ক্যামেরুনে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত ২০

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
  • / ৪৬৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনের পশ্চিমাঞ্চলে অ্যাংলোফোন বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ২০ জন নিহত হয়েছে। আহত অন্তত ১০ জন। স্থানীয় সময় সোমবার ভোরে অতর্কিতে হামলা চালায় বন্দুকধারীরা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

ক্যামেরুনের স্থানীয় সরকারি কর্মকর্তা ভিয়াং মেকালা গতকাল সোমবার সাংবাদিকদের বলেন, বন্দুকধারীরা মামফে শহরের পাশে এগবেকাও গ্রামে হামলা চালায়। এ সময় বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এবং ঘুমন্ত অবস্থায় নির্বিচারে হত্যা করে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, অ্যাংলোফোন বিচ্ছিন্নতাবাদীরা পশ্চিম ক্যামেরুনে অ্যাম্বাজোনিয়া নামে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। অঞ্চলটিতে সশস্ত্র গোষ্ঠীগুলো সরকারি বাহিনীর সাথে সংঘাত চালিয়ে যাচ্ছে। ২০১৭ সাল থেকে সেখানে হামলা, অপহরণ এবং হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে।

স্থানীয় কর্মকর্তা ভিয়াং মেকালা জানান, নিরাপত্তা বাহিনী এলাকাটিতে তল্লাশি অভিযান চালিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং মানুষের আতঙ্কিত হওয়া উচিত নয় বলে আশ্বস্ত করেন তিনি।

একজন সিনিয়র আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, হামলায় প্রায় ২০ জন পুরুষ, নারী ও শিশু নিহত হয়েছেন এবং গুরুতর আহত ১০ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য একজন কর্মকর্তা জানিয়েছেন, হামলায় ২৩ জন নিহত হয়েছেন এবং ১৫টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

এদিকে অ্যাংলোফোন বিচ্ছিন্নতাবাদীদের হামলার জন্য দায়ী করা হলেও তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কেউ।

নিউজটি শেয়ার করুন

ক্যামেরুনে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত ২০

আপডেট সময় : ০৬:৩৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩

মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনের পশ্চিমাঞ্চলে অ্যাংলোফোন বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ২০ জন নিহত হয়েছে। আহত অন্তত ১০ জন। স্থানীয় সময় সোমবার ভোরে অতর্কিতে হামলা চালায় বন্দুকধারীরা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

ক্যামেরুনের স্থানীয় সরকারি কর্মকর্তা ভিয়াং মেকালা গতকাল সোমবার সাংবাদিকদের বলেন, বন্দুকধারীরা মামফে শহরের পাশে এগবেকাও গ্রামে হামলা চালায়। এ সময় বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এবং ঘুমন্ত অবস্থায় নির্বিচারে হত্যা করে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, অ্যাংলোফোন বিচ্ছিন্নতাবাদীরা পশ্চিম ক্যামেরুনে অ্যাম্বাজোনিয়া নামে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। অঞ্চলটিতে সশস্ত্র গোষ্ঠীগুলো সরকারি বাহিনীর সাথে সংঘাত চালিয়ে যাচ্ছে। ২০১৭ সাল থেকে সেখানে হামলা, অপহরণ এবং হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে।

স্থানীয় কর্মকর্তা ভিয়াং মেকালা জানান, নিরাপত্তা বাহিনী এলাকাটিতে তল্লাশি অভিযান চালিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং মানুষের আতঙ্কিত হওয়া উচিত নয় বলে আশ্বস্ত করেন তিনি।

একজন সিনিয়র আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, হামলায় প্রায় ২০ জন পুরুষ, নারী ও শিশু নিহত হয়েছেন এবং গুরুতর আহত ১০ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য একজন কর্মকর্তা জানিয়েছেন, হামলায় ২৩ জন নিহত হয়েছেন এবং ১৫টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

এদিকে অ্যাংলোফোন বিচ্ছিন্নতাবাদীদের হামলার জন্য দায়ী করা হলেও তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কেউ।