ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শিশুদের কবরস্থান হয়ে উঠছে গাজা: জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
  • / ৪১৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েল-হামাস সংঘাতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গতকাল সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দ্প্তরে তিনি সাংবাদিকদের বলেন, ‘ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণে গাজা উপত্যকা শিশুদের কবরস্থান হয়ে উঠছে। গাজার মানবিক বিপর্যয় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তাকে আরও জরুরি করে তুলেছে।’

গাজায় মানবতার সঙ্কট চলছে উল্লেখ করে গুতেরেজ আরও বলেন, এই অমানবিক দুর্ভোগ অবিলম্বে বন্ধ করা আন্তর্জাতিক সম্প্রদায়ের মৌলিক দায়িত্ব। এখনই গাজায় মানবিক সহায়তা প্রসারিত করতে হবে। গাজার মানবিক সঙ্কট দুঃস্বপ্নকে ছাড়িয়ে গেছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালালে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়। এরপর হামাসকে লক্ষ্য করে হাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় ৪ হাজারেরও বেশি শিশুসহ ১০ হাজার ২২২জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘যুদ্ধরত সব পক্ষেরই আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান জানানো উচিত। অথচ আমরা সেখানে প্রতিনিয়ত মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ঘটতে দেখছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, সশস্ত্র সংঘাতের কোনো পক্ষই আন্তর্জাতিক মানবিক আইনের ঊর্ধ্বে নয়।’

এদিকে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, হামাস–ইসরায়েল সংঘাতে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে গত রোববার এক বিরল যৌথ বিবৃতি দিয়েছে জাতিসংঘের ১৮টি সংস্থা ও বিশ্বের শীর্ষ স্থানীয় ত্রাণসংস্থাগুলো। বিবৃতিতে যারা সই করেছেন, তাঁদের মধ্যে আছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ, কেয়ার ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন, বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) ও ওসিএসএর মতো সংস্থাগুলোর প্রধানেরা। এতে বলা হয়েছে, ‘৩০ দিন অতিবাহিত হয়েছে। যথেষ্ট হয়েছে, এটা এখনই থামাতে হবে।’

নিউজটি শেয়ার করুন

শিশুদের কবরস্থান হয়ে উঠছে গাজা: জাতিসংঘ মহাসচিব

আপডেট সময় : ০৫:৩২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩

ইসরায়েল-হামাস সংঘাতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গতকাল সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দ্প্তরে তিনি সাংবাদিকদের বলেন, ‘ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণে গাজা উপত্যকা শিশুদের কবরস্থান হয়ে উঠছে। গাজার মানবিক বিপর্যয় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তাকে আরও জরুরি করে তুলেছে।’

গাজায় মানবতার সঙ্কট চলছে উল্লেখ করে গুতেরেজ আরও বলেন, এই অমানবিক দুর্ভোগ অবিলম্বে বন্ধ করা আন্তর্জাতিক সম্প্রদায়ের মৌলিক দায়িত্ব। এখনই গাজায় মানবিক সহায়তা প্রসারিত করতে হবে। গাজার মানবিক সঙ্কট দুঃস্বপ্নকে ছাড়িয়ে গেছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালালে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়। এরপর হামাসকে লক্ষ্য করে হাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় ৪ হাজারেরও বেশি শিশুসহ ১০ হাজার ২২২জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘যুদ্ধরত সব পক্ষেরই আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান জানানো উচিত। অথচ আমরা সেখানে প্রতিনিয়ত মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ঘটতে দেখছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, সশস্ত্র সংঘাতের কোনো পক্ষই আন্তর্জাতিক মানবিক আইনের ঊর্ধ্বে নয়।’

এদিকে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, হামাস–ইসরায়েল সংঘাতে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে গত রোববার এক বিরল যৌথ বিবৃতি দিয়েছে জাতিসংঘের ১৮টি সংস্থা ও বিশ্বের শীর্ষ স্থানীয় ত্রাণসংস্থাগুলো। বিবৃতিতে যারা সই করেছেন, তাঁদের মধ্যে আছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ, কেয়ার ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন, বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) ও ওসিএসএর মতো সংস্থাগুলোর প্রধানেরা। এতে বলা হয়েছে, ‘৩০ দিন অতিবাহিত হয়েছে। যথেষ্ট হয়েছে, এটা এখনই থামাতে হবে।’