বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ
- আপডেট সময় : ০৮:০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- / ৪২১ বার পড়া হয়েছে
তফসিল ঘোষণার আগে আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে এ কথা জানান ইসি সচিব জাহাঙ্গীর আলম।
ইসি সচিব জানান, রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার পূর্বে আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করবে ইসি। এতে নির্বাচনের প্রস্তুতি জানানো হবে। এ সময় কমিশন রাষ্ট্রপতির কথাও শুনবে।
ইসি সচিব জাহাঙ্গীর আলম বলেন, ‘রাজনৈতিক অস্থিরতা থাকলেও এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো আছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সে জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিয়েছে।’
জাহাঙ্গীর আলম আরও বলেন, নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কমনওয়েলথ দল পাঠাবে। এর মধ্যে কমনওয়েলথ ১৯ তারিখে বাংলাদেশে প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে। বিদেশি পর্যবেক্ষকদের ২১ নভেম্বর পর্যন্ত সময় আছে রেজিস্ট্রেশন করার। এ ছাড়া দেশীয় পর্যবেক্ষদের কার্যক্রম চলমান রয়েছে। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে।