রাজনৈতিক অস্থিরতা থাকলেও নির্বাচনের পরিবেশ রয়েছে: ইসি সচিব

- আপডেট সময় : ০২:৩১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- / ৪৭৬ বার পড়া হয়েছে

বিএনপি- জামায়াতের চলমান অবরোধের মধ্যেই তফসিল ঘোষণার লক্ষ্যে আগামীকাল (৯ নভেম্বর) বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে জানিয়ে কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেন, রাজনৈতিক অস্থিরতা থাকলেও নির্বাচনের পরিবেশ রয়েছে।
বুধবার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ইসি সচিব সাংবাদিকদের জানান, রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে কমিশন। তিনি চাইলে কোনো পরামর্শ দিতে পারেন।
তবে তফসিল ঘোষণার চূড়ান্ত তারিখ এখনও ঠিক হয়নি। কমিশন সভায় এটা ঠিক করা হবে। নির্বাচনকে সামনে রেখে জেলা পর্যায়ে মনোনয়ন ফরমসহ অন্যান্য সামগ্রী পাঠানো হচ্ছে। নির্বাচনের পরিবেশও ভালো রয়েছে বলে দাবি ইসি সচিবের। এদিকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য তিনটি আন্তর্জাতিক সংস্থা ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ এবং যুক্তরাষ্টের ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট- এনডিআই বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান ইসির এই কর্মকর্তা।