০২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি করার দাবি হামাসের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সিটির প্রাণকেন্দ্রে ঢুকে পড়ার দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলি সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করার কথা জানিয়েছে। হামাসের সামরিক উইংয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

হামাস জানিয়েছে, তাদের সেনারা পশ্চিম গাজায় বিচ শরণার্থী ক্যাম্পের কাছে বেশ কয়েকটি ইসরায়েলি সেনা যান ধ্বংস করেছে। এছাড়া গাজার উত্তর-পূর্বাঞ্চলেয় ইসরায়েলি সেনাদের সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের এক মাস পূর্তি হয়েছে। এক মাস পূর্তির দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও গাজা সিটির অভ্যন্তরে ইসরায়েলের সেনাদের ঢুকে পড়ার খবর দেন। তিনি বলেন, আমাদের সেনারা গাজার ভেতরে ঢুকে পড়েছে এবং অভিযান চালাচ্ছে। এ সময় তিনি গাজার বাসিন্দাদের দক্ষিণের দিকে সরে যাওয়ার আহ্বান জানান।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৩১ দিনের যুদ্ধে গাজায় ১০ হাজার ৩০০ জনের বেশি ফিলিন্তিনি নিহত হয়েছে। এর মধ্যে শিশু নিহত হয়েছে ৪ হাজার ১০০ জনের বেশি। অন্যদিকে ১ হাজার ৪০০ জন ইসরায়েলি নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এ ছাড়া হামাসের কাছে ২০০ জনেরও বেশি মানুষ জিম্মি রয়েছে বলেও জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি করার দাবি হামাসের

আপডেট : ০৭:১৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সিটির প্রাণকেন্দ্রে ঢুকে পড়ার দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলি সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করার কথা জানিয়েছে। হামাসের সামরিক উইংয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

হামাস জানিয়েছে, তাদের সেনারা পশ্চিম গাজায় বিচ শরণার্থী ক্যাম্পের কাছে বেশ কয়েকটি ইসরায়েলি সেনা যান ধ্বংস করেছে। এছাড়া গাজার উত্তর-পূর্বাঞ্চলেয় ইসরায়েলি সেনাদের সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের এক মাস পূর্তি হয়েছে। এক মাস পূর্তির দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও গাজা সিটির অভ্যন্তরে ইসরায়েলের সেনাদের ঢুকে পড়ার খবর দেন। তিনি বলেন, আমাদের সেনারা গাজার ভেতরে ঢুকে পড়েছে এবং অভিযান চালাচ্ছে। এ সময় তিনি গাজার বাসিন্দাদের দক্ষিণের দিকে সরে যাওয়ার আহ্বান জানান।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৩১ দিনের যুদ্ধে গাজায় ১০ হাজার ৩০০ জনের বেশি ফিলিন্তিনি নিহত হয়েছে। এর মধ্যে শিশু নিহত হয়েছে ৪ হাজার ১০০ জনের বেশি। অন্যদিকে ১ হাজার ৪০০ জন ইসরায়েলি নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এ ছাড়া হামাসের কাছে ২০০ জনেরও বেশি মানুষ জিম্মি রয়েছে বলেও জানিয়েছে ইসরায়েল।