ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নেতানিয়াহুকে ৩ দিনের যুদ্ধবিরতির পরামর্শ দিলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • / ৪২৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিন দিনের যুদ্ধবিরতির পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিছু জিম্মিকে মুক্তি দিতে সহায়তা করার জন্য তিন দিনের যুদ্ধ বিরতি আহ্বান জানান বাইডেন। গত সোমবার নেতানিয়াহুকে এক ফোনকলে এ পরামর্শ দেন বাইডেন।

গতকাল মঙ্গলবার দুই মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও কাতার একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছে। তিন দিনের বিরতি এ জন্য দেওয়া হবে যাতে হামাস ১০ থেকে ১২ জন জিম্মিকে মুক্তি দিতে পারে। এ ছাড়াও হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের একটি তালিকা করে সেগুলো যাচাই–বাছাইও করা যাবে।

সোমবার এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, বাইডেন এবং নেতানিয়াহু চলমান যুদ্ধের এলাকাগুলো থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য কৌশলগত বিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। এ ছাড়া জিম্মিদের মুক্তির জন্য এই আলোচনা করছেন তারা।

তবে হোয়াইট হাউসের আহ্বানের ওখনও কোনো সাড়া দেয়নি ইসরায়েল।

নিউজটি শেয়ার করুন

নেতানিয়াহুকে ৩ দিনের যুদ্ধবিরতির পরামর্শ দিলেন বাইডেন

আপডেট সময় : ০৭:০৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিন দিনের যুদ্ধবিরতির পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিছু জিম্মিকে মুক্তি দিতে সহায়তা করার জন্য তিন দিনের যুদ্ধ বিরতি আহ্বান জানান বাইডেন। গত সোমবার নেতানিয়াহুকে এক ফোনকলে এ পরামর্শ দেন বাইডেন।

গতকাল মঙ্গলবার দুই মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও কাতার একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছে। তিন দিনের বিরতি এ জন্য দেওয়া হবে যাতে হামাস ১০ থেকে ১২ জন জিম্মিকে মুক্তি দিতে পারে। এ ছাড়াও হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের একটি তালিকা করে সেগুলো যাচাই–বাছাইও করা যাবে।

সোমবার এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, বাইডেন এবং নেতানিয়াহু চলমান যুদ্ধের এলাকাগুলো থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য কৌশলগত বিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। এ ছাড়া জিম্মিদের মুক্তির জন্য এই আলোচনা করছেন তারা।

তবে হোয়াইট হাউসের আহ্বানের ওখনও কোনো সাড়া দেয়নি ইসরায়েল।