০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকেই পেছনে ফেলল ইংল্যান্ড

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ০৫:০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • ৭২ দেখেছেন

বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে এবারের বিশ্বকাপে এসেছিল ইংল্যান্ড। কিন্তু, মাঠের খেলায় পুরোনো ইংল্যান্ডকে খুঁজে পাওয়া যায়নি। প্রথম সাত ম্যাচে কেবল একটিই জয়। ১০ দলের মধ্যে সবার নিচে থেকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা। সেই ইংল্যান্ড আজ বুধবার (৬ নভেম্বর) মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডসের। গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে ডাচদেরও। তবে, ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পেতে উভয় দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ। এমন ম্যাচে ডাচদের ১৬০ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। বাঁচিয়ে রেখেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা।

বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে ৩৬৪ রান দিয়েছে। হেরেছে ১৩৭ রানে। আজ নেদারল্যান্ডস হেরে বাংলাদেশের পাশে বসল। প্রথমে ব্যাট করে ৩৩৯ রান করা ইংল্যান্ড ডাচদের হারিয়েছে ১৬০ রানে। ১৭৯ রানে অলআউট হয়ে পয়েন্ট তালিকায় সবার নিচে চলে গেল নেদারল্যান্ডস। ওদিকে ১৬০ রানের এক বিশাল জয়ে রানরেটে বাংলাদেশকেও টপকে সাতে এখন ইংল্যান্ড।

এই বিশ্বকাপে ইংল্যান্ডের যে অবস্থা, তাতে ৩৪০ রানের লক্ষ্যের জন্য চেষ্টার কথা ভাবতেই পারত নেদারল্যান্ডস। বিশেষ করে দলটির টেলএন্ডারের শক্তি তো সবার জানা। শুরুতেই ৫/৬৯ উইকেট হারিয়ে পরে বড় স্কোর করতে জানে দলটি। সেখানে আজ ৫ উইকেটে ১৬৩ রান করে ফেলেছিল নেদারল্যান্ডস। ওভারও প্রায় ১৭টি বাকি ছিল। ইংল্যান্ড আজ শেষ ১০ ওভারে ১২৪ রান করেছে।

বিশাল লক্ষ্যের পিছু ছুটতে গিয়ে ১৩ রানেই দুই উইকেট হারায় ডাচরা। ক্রিস ওকসের বলে ৫ রান করে আউট হন ম্যাক্স ও’দোদ। ডেভিড উইলির বলে শূন্য রানে বিদায় নেন কলিন অ্যাকারম্যান। তবে, সাইব্র্যান্ডের ৩৩ ও অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ৩৮ রানে ভর দিয়ে রানের চাকা ধীর হলেও সচল রাখে ডাচরা। দুজন বিদায় নিলে ভেঙে পড়ে প্রতিরোধ।

তেজা নিদামানুরু ৩৪ বলে ৪১ রানের ইনিংস খেলে হারের ব্যবধানটাই কেবল কমাতে পেরেছে। অন্যরা খুব দাঁড়াতেই পারেনি ইংলিশ বোলিংয়ের সামনে। ফলে, ১৭৯ রানে সব উইকেট হারিয়ে ম্যাচ হারে ১৬০ রানের বড় ব্যবধানে।

ইংল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট নেন মঈন আলি ও আদিল রশিদ। দুই উইকেট পান উইলি।

দিনের শুরুতে পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে ডাচদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ওপেনিং জুটিতে দুই ব্যাটার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান মিলে ৪৮ রান জমা করেন স্কোরবোর্ডে। ১৫ রান করে আরিয়ান দত্তের বলে আউট হন বেয়ারস্টো। তবে, অপর ওপেনার মালান নিজের ইনিংসকে বড় করেছেন। ৭৪ বলে ৮৭ রানের চমৎকার ইনিংসটি থামে রানআউটের দুর্ভাগ্যে কাটা পড়ে।

ব্যক্তিগত ২৮ রানে ফন বিকের বলে বোল্ড হন জো রুট। আজ নিজেকে মেলে ধরেছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ১৯২ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর ক্রিজে জুটি বাঁধেন স্টোকস ও ক্রিস ওকস মিলে। সপ্তম উইকেটে এ জুটি থেকে আসে ১২৯ রান। স্টোকস পান আসরে প্রথম শতকের দেখা।

৮৪ বলে সমান ছয়টি করে চার ও ছক্কায় ১০৮ রানের ঝলমলে ইনিংস খেলেন স্টোকস। ইনিংস শেষের দুই বল আগে শেষ ব্যাটার হিসেবে আউট হন ফন বিকের বলে। ওকসও তুলে নেন হাফসেঞ্চুরি। ৪৫ বলো পাঁচ চার ও এক ছক্কায় ৫১ করেন তিনি। শেষ পর্যন্ত ইংল্যান্ড থামে ৩৩৯ রানে।

ডাচদের পক্ষে তিন উইকেট পান ডি লিড। দুটি করে উইকেট পান ফন বিক ও আরিয়ান।

ফল : ইংল্যান্ড ১৬০ রানে জয়ী।

বাংলাদেশকেই পেছনে ফেলল ইংল্যান্ড

আপডেট : ০৫:০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩

বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে এবারের বিশ্বকাপে এসেছিল ইংল্যান্ড। কিন্তু, মাঠের খেলায় পুরোনো ইংল্যান্ডকে খুঁজে পাওয়া যায়নি। প্রথম সাত ম্যাচে কেবল একটিই জয়। ১০ দলের মধ্যে সবার নিচে থেকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা। সেই ইংল্যান্ড আজ বুধবার (৬ নভেম্বর) মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডসের। গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে ডাচদেরও। তবে, ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পেতে উভয় দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ। এমন ম্যাচে ডাচদের ১৬০ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। বাঁচিয়ে রেখেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা।

বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে ৩৬৪ রান দিয়েছে। হেরেছে ১৩৭ রানে। আজ নেদারল্যান্ডস হেরে বাংলাদেশের পাশে বসল। প্রথমে ব্যাট করে ৩৩৯ রান করা ইংল্যান্ড ডাচদের হারিয়েছে ১৬০ রানে। ১৭৯ রানে অলআউট হয়ে পয়েন্ট তালিকায় সবার নিচে চলে গেল নেদারল্যান্ডস। ওদিকে ১৬০ রানের এক বিশাল জয়ে রানরেটে বাংলাদেশকেও টপকে সাতে এখন ইংল্যান্ড।

এই বিশ্বকাপে ইংল্যান্ডের যে অবস্থা, তাতে ৩৪০ রানের লক্ষ্যের জন্য চেষ্টার কথা ভাবতেই পারত নেদারল্যান্ডস। বিশেষ করে দলটির টেলএন্ডারের শক্তি তো সবার জানা। শুরুতেই ৫/৬৯ উইকেট হারিয়ে পরে বড় স্কোর করতে জানে দলটি। সেখানে আজ ৫ উইকেটে ১৬৩ রান করে ফেলেছিল নেদারল্যান্ডস। ওভারও প্রায় ১৭টি বাকি ছিল। ইংল্যান্ড আজ শেষ ১০ ওভারে ১২৪ রান করেছে।

বিশাল লক্ষ্যের পিছু ছুটতে গিয়ে ১৩ রানেই দুই উইকেট হারায় ডাচরা। ক্রিস ওকসের বলে ৫ রান করে আউট হন ম্যাক্স ও’দোদ। ডেভিড উইলির বলে শূন্য রানে বিদায় নেন কলিন অ্যাকারম্যান। তবে, সাইব্র্যান্ডের ৩৩ ও অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ৩৮ রানে ভর দিয়ে রানের চাকা ধীর হলেও সচল রাখে ডাচরা। দুজন বিদায় নিলে ভেঙে পড়ে প্রতিরোধ।

তেজা নিদামানুরু ৩৪ বলে ৪১ রানের ইনিংস খেলে হারের ব্যবধানটাই কেবল কমাতে পেরেছে। অন্যরা খুব দাঁড়াতেই পারেনি ইংলিশ বোলিংয়ের সামনে। ফলে, ১৭৯ রানে সব উইকেট হারিয়ে ম্যাচ হারে ১৬০ রানের বড় ব্যবধানে।

ইংল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট নেন মঈন আলি ও আদিল রশিদ। দুই উইকেট পান উইলি।

দিনের শুরুতে পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে ডাচদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ওপেনিং জুটিতে দুই ব্যাটার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান মিলে ৪৮ রান জমা করেন স্কোরবোর্ডে। ১৫ রান করে আরিয়ান দত্তের বলে আউট হন বেয়ারস্টো। তবে, অপর ওপেনার মালান নিজের ইনিংসকে বড় করেছেন। ৭৪ বলে ৮৭ রানের চমৎকার ইনিংসটি থামে রানআউটের দুর্ভাগ্যে কাটা পড়ে।

ব্যক্তিগত ২৮ রানে ফন বিকের বলে বোল্ড হন জো রুট। আজ নিজেকে মেলে ধরেছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ১৯২ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর ক্রিজে জুটি বাঁধেন স্টোকস ও ক্রিস ওকস মিলে। সপ্তম উইকেটে এ জুটি থেকে আসে ১২৯ রান। স্টোকস পান আসরে প্রথম শতকের দেখা।

৮৪ বলে সমান ছয়টি করে চার ও ছক্কায় ১০৮ রানের ঝলমলে ইনিংস খেলেন স্টোকস। ইনিংস শেষের দুই বল আগে শেষ ব্যাটার হিসেবে আউট হন ফন বিকের বলে। ওকসও তুলে নেন হাফসেঞ্চুরি। ৪৫ বলো পাঁচ চার ও এক ছক্কায় ৫১ করেন তিনি। শেষ পর্যন্ত ইংল্যান্ড থামে ৩৩৯ রানে।

ডাচদের পক্ষে তিন উইকেট পান ডি লিড। দুটি করে উইকেট পান ফন বিক ও আরিয়ান।

ফল : ইংল্যান্ড ১৬০ রানে জয়ী।