ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিএনপি না এলেও নেতারা নির্বাচনে অংশ নেবেন: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • / ৪১২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি নির্বাচনে অংশ না নিলেও দলটির নেতারা নির্বাচনে অংশ নেবেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গণপ্রকৌশল দিবস-২০২৩ এবং ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে আজ বুধবার তিনি এমন মন্তব্য করেন।

মন্ত্রী বলেন,নির্বাচন যথাসময়ে হবে, সেই নির্বাচনে জনগণ ব্যাপক অংশ গ্রহণ করবে। ২৮ অক্টাবরের ঘটনার পর বিএনপি দেউলিয়া হয়ে পড়েছে। তাদের এখন নির্বাচনে অংশগ্রহণ করা ছাড়া অন্য কোন উপায় নেই।

হাছান মাহমুদ বলেন, ইসরায়েলি স্টাইলে হাসপাতালে হামলা চালিয়েছিল বিএনপি। তারা ইসরায়েলি বাহিনীর হামলার ব্যাপারেও একটি কথাও বলেনি। তারা ক্ষমতায় যেতে দেশটা বিক্রির করতে কার্পণ্য করবে না। যারা গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করবে তাদের বিরদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেবে।

এসময় তিনি আরও বলেন, যারা মানুষ পুড়িয়ে হত্যা করে তারা কখনো গণমানুষের রাজনীতি করে না। এরা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে তাই এদের ক্ষমা করার আর কোন সুযোগ নেই। যারা জীবন্ত মানুষ পোড়াচ্ছে আর যারা মানুষ পোড়ানোর হুকুম দিচ্ছে তারা রাষ্ট্রের শত্র“। সরকার এদেরই গ্রেফতার করছে।

তিনি আরও বলেন, একজন দুস্কৃতিকারী বাইরে থাকা পর্যন্ত এদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। যেসব বিদেশি বন্ধু গণতন্ত্র রক্ষার মায়া কান্না দেখাচ্ছেন তাদের পুরো তথ্য জেনে কথা বলার আহ্বানও জানান তথ্যমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

বিএনপি না এলেও নেতারা নির্বাচনে অংশ নেবেন: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০১:৫৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩

বিএনপি নির্বাচনে অংশ না নিলেও দলটির নেতারা নির্বাচনে অংশ নেবেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গণপ্রকৌশল দিবস-২০২৩ এবং ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে আজ বুধবার তিনি এমন মন্তব্য করেন।

মন্ত্রী বলেন,নির্বাচন যথাসময়ে হবে, সেই নির্বাচনে জনগণ ব্যাপক অংশ গ্রহণ করবে। ২৮ অক্টাবরের ঘটনার পর বিএনপি দেউলিয়া হয়ে পড়েছে। তাদের এখন নির্বাচনে অংশগ্রহণ করা ছাড়া অন্য কোন উপায় নেই।

হাছান মাহমুদ বলেন, ইসরায়েলি স্টাইলে হাসপাতালে হামলা চালিয়েছিল বিএনপি। তারা ইসরায়েলি বাহিনীর হামলার ব্যাপারেও একটি কথাও বলেনি। তারা ক্ষমতায় যেতে দেশটা বিক্রির করতে কার্পণ্য করবে না। যারা গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করবে তাদের বিরদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেবে।

এসময় তিনি আরও বলেন, যারা মানুষ পুড়িয়ে হত্যা করে তারা কখনো গণমানুষের রাজনীতি করে না। এরা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে তাই এদের ক্ষমা করার আর কোন সুযোগ নেই। যারা জীবন্ত মানুষ পোড়াচ্ছে আর যারা মানুষ পোড়ানোর হুকুম দিচ্ছে তারা রাষ্ট্রের শত্র“। সরকার এদেরই গ্রেফতার করছে।

তিনি আরও বলেন, একজন দুস্কৃতিকারী বাইরে থাকা পর্যন্ত এদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। যেসব বিদেশি বন্ধু গণতন্ত্র রক্ষার মায়া কান্না দেখাচ্ছেন তাদের পুরো তথ্য জেনে কথা বলার আহ্বানও জানান তথ্যমন্ত্রী।