আর বিশ্বকাপ ক্রিকেটে খেলবেন না বলে জানিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলাটিই হতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের মঞ্চে তাঁর শেষ ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসিকে দেয়া সাক্ষাতকারে মাহমুদউল্লাহ রিয়াদ একথা বলেন। আন্তর্জাতিক ওয়ানডে এবং টি-টোয়েন্টি থেকে অবসরের ব্যাপারেও শিগগিরি সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন তিনি। তরুণদের সুযোগ করে দিতেই মাহমুদউল্লাহ রিয়াদের এই সিদ্ধান্ত।
ভারত বিশ্বকাপে একের পর এক পরাজয়ে ক্লান্ত বাংলাদেশ দল। অনেক স্বপ্ন নিয়ে এবারের বিশ্বকাপে যাত্রা করেছিলো সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহরা। কিন্তু, টানা ৬ ম্যাচে হেরে সব স্বপ্নের বিসর্জন হয়ে গেছে। সবশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর বাংলাদেশ দল এখন পুনেতে। এখানেই আগামী ১১ই নভেম্বর এবারের আসরে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। লাল সবুজের জার্সি গায়ে এই নিয়ে চতুর্থ বিশ্বকাপ ক্রিকেট খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ৩টি সেঞ্চুরিই এসেছে তার ব্যাট থেকে। ১১ই নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলাটি বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ বলে জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসির সাথে সাক্ষাতকারে এমনটাই জানান তিনি।
৩৭ বছর বয়স চলছে। সাদা পোশাকের টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন দুই বছর আগে। রঙীন পোশাকের ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে এখনও খেলছেন। তবে এই ফরম্যাট থেকেও বিদায়ের চিন্তা করছেন বলে জানান মাহমুদউল্লাহ।
আইসিসির বৈশ্বিক আসর বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে দেশের পক্ষে চারটি সেঞ্চুরি করেছেন মাহমুদউল্লাহ। দীর্ঘ ক্যারিয়ারে মাহমুদউল্লাহ দলে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলে জানিয়েছেন সতীর্থ মুশফিকুর রহিম।