১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটির জয়, বার্সেলোনা-পিএসজির হার

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ০৮:০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • ৭৩ দেখেছেন

আর্লিং হালান্ডের জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের নকআউট পর্ব নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, এসি মিলান এবং বরুশিয়া ডর্টমুন্ড। তবে বিস্ময়কর হারের মুখ দেখেছে বার্সেলোনা। একইসঙ্গে পিএসজিকেও পেতে হয়েছে পরাজয়ের স্বাদ।

ইতিহাদে মঙ্গলবার রাতে জি-গ্রুপের ম্যাচে সুইস ক্লাব ইয়াং বয়েজকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে পা রাখে ম্যানসিটি। ম্যাচের ২৩ মিনিটে লক্ষ্যভেদ করেন হালান্ড। বিরতির আগে যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেন। ৫১ মিনিটে স্পট কিক থেকে হালান্ড নিজের জোড়া গোল পূরণ করেন।

চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিটি। গ্রুপের আরেক খেলায় রেড স্টার বেল্গ্রেডকে ২-১ গোলে হারানো লেইপজিগ ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। বেল্গ্রেড ও ইয়াং বয়েজের পয়েন্ট এক।

হামবার্গে এইচ-গ্রুপের খেলায় শাখতার দোনেৎস্কের কাছে ১-০ গোলে হেরে শেষ ষোলোতে যাওয়ার অপেক্ষা বাড়িয়েছে বার্সা। ৪০ মিনিটের মাথায় ইউক্রেনের ক্লাবটির হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ড্যানিলো সিকান।

পরাজয়র পরও কাতালান ক্লাবটি চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে আছে। আরেক ম্যাচে এন্টওয়ার্পকে ১-০ গোলে হারানো এফসি পোর্তোরও ৯ পয়েন্ট। গোল ব্যবধানে পিছিয়ে থাকলেও হেড টু হেডে এগিয়ে থাকায় টেবিল টপার বার্সা। ৬ পয়েন্ট নিয়ে তিনে শাখতার। সব ম্যাচ হেরে তলানিতে এন্টওয়ার্প।

প্রতিপক্ষের মাঠে এগিয়ে যাওয়া সত্ত্বেও এসি মিলানের কাছে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। নবম মিনিটে স্ক্রিনিয়াররের নিশানাভেদে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা এগিয়ে যায়। তিন মিনিট পর ম্যাচে সমতা টানেন লেয়াও। অলিভিয়ের জিরুড ৫০ মিনিটে বল জালে জড়ালে এসি মিলান জয় নিয়ে মাঠ ছাড়ে।

আধিপত্য দেখিয়ে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলের জয়ে এফ-গ্রুপের টেবিলে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বরুশিয়া ডর্টমুন্ড। এক পয়েন্ট কম পেয়ে দুইয়ে পিএসজি। তৃতীয় স্থানে থাকা এসি মিলানের পয়েন্ট ৫। নিউক্যাসেল ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান করছে।

ঘরের মাঠে সেল্টিককে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। জোড়া গোলের দেখা পান অ্যান্টনিও গ্রিজম্যান ও আলভারো মোরাতা। একবার করে জালের দেখা পান লিনো এবং নিগুয়েজ।

চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটির জয়, বার্সেলোনা-পিএসজির হার

আপডেট : ০৮:০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩

আর্লিং হালান্ডের জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের নকআউট পর্ব নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, এসি মিলান এবং বরুশিয়া ডর্টমুন্ড। তবে বিস্ময়কর হারের মুখ দেখেছে বার্সেলোনা। একইসঙ্গে পিএসজিকেও পেতে হয়েছে পরাজয়ের স্বাদ।

ইতিহাদে মঙ্গলবার রাতে জি-গ্রুপের ম্যাচে সুইস ক্লাব ইয়াং বয়েজকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে পা রাখে ম্যানসিটি। ম্যাচের ২৩ মিনিটে লক্ষ্যভেদ করেন হালান্ড। বিরতির আগে যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেন। ৫১ মিনিটে স্পট কিক থেকে হালান্ড নিজের জোড়া গোল পূরণ করেন।

চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিটি। গ্রুপের আরেক খেলায় রেড স্টার বেল্গ্রেডকে ২-১ গোলে হারানো লেইপজিগ ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। বেল্গ্রেড ও ইয়াং বয়েজের পয়েন্ট এক।

হামবার্গে এইচ-গ্রুপের খেলায় শাখতার দোনেৎস্কের কাছে ১-০ গোলে হেরে শেষ ষোলোতে যাওয়ার অপেক্ষা বাড়িয়েছে বার্সা। ৪০ মিনিটের মাথায় ইউক্রেনের ক্লাবটির হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ড্যানিলো সিকান।

পরাজয়র পরও কাতালান ক্লাবটি চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে আছে। আরেক ম্যাচে এন্টওয়ার্পকে ১-০ গোলে হারানো এফসি পোর্তোরও ৯ পয়েন্ট। গোল ব্যবধানে পিছিয়ে থাকলেও হেড টু হেডে এগিয়ে থাকায় টেবিল টপার বার্সা। ৬ পয়েন্ট নিয়ে তিনে শাখতার। সব ম্যাচ হেরে তলানিতে এন্টওয়ার্প।

প্রতিপক্ষের মাঠে এগিয়ে যাওয়া সত্ত্বেও এসি মিলানের কাছে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। নবম মিনিটে স্ক্রিনিয়াররের নিশানাভেদে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা এগিয়ে যায়। তিন মিনিট পর ম্যাচে সমতা টানেন লেয়াও। অলিভিয়ের জিরুড ৫০ মিনিটে বল জালে জড়ালে এসি মিলান জয় নিয়ে মাঠ ছাড়ে।

আধিপত্য দেখিয়ে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলের জয়ে এফ-গ্রুপের টেবিলে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বরুশিয়া ডর্টমুন্ড। এক পয়েন্ট কম পেয়ে দুইয়ে পিএসজি। তৃতীয় স্থানে থাকা এসি মিলানের পয়েন্ট ৫। নিউক্যাসেল ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান করছে।

ঘরের মাঠে সেল্টিককে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। জোড়া গোলের দেখা পান অ্যান্টনিও গ্রিজম্যান ও আলভারো মোরাতা। একবার করে জালের দেখা পান লিনো এবং নিগুয়েজ।