ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিএনপি-জামায়াত পরাজিত অপশক্তি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
  • / ৪২৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি-জামায়াতকে পরাজিত অপশক্তি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বৃহস্পতিবার বিএনপি-জামায়াতের ডাকা অবৈধ হরতাল, অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে শান্তি সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘গাজীপুর বাসি বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংস রাজনীতি প্রত্যাখ্যান করেছে। তবে তাদের সহিংসতার কারণে সাধারণ মানুষ কিছুটা আতঙ্কিত। এ জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ রাজপথে রয়েছে।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘বিএনপি জামায়াত ২০১৪ সালে, ২০১৮ সালে পরাজিত হয়েছিল। সামনেও তারা পরাজিত হবে।’

বৃহস্পতিবার সকালে চান্দনা চৌরাস্তায় জাগ্রত চৌরঙ্গীর কাছে বাসন থানা আওয়ামী লীগের উদ্যোগে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বাসন থানা আওয়ামী লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল, সাবেক ভিপি আফজাল হোসেন সরকার রিপন, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোকশেদ আলম, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক কবির মণ্ডল। এছাড়া মহানগর ও থানা পর্যায়ের নেতারা শান্তি সমাবেশে বক্তব্য রাখেন।

পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে শান্তি সমাবেশে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল ও মোটরসাইকেল বহর নিয়ে অংশ গ্রহণ করেন।

এদিকে, অবরোধের তেমন প্রভাব নেই সড়ক, মহাসড়কে। সকাল থেকে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার, আন্তজেলা বাস, মিনিবাস ও হালকা যানবাহন চলাচল করছে। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রিকশা, অটোরিকশা সহ বিভিন্ন যানবাহনে চড়ে গন্তব্যে পাড়ি দিচ্ছেন। বিপণী বিতান, দোকান পাট ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রয়েছে। এছাড়া ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন মহাসড়কে টহলে রয়েছে র‍্যাব, বিজিবি সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

বিএনপি-জামায়াত পরাজিত অপশক্তি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেট সময় : ০৭:১৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩

বিএনপি-জামায়াতকে পরাজিত অপশক্তি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বৃহস্পতিবার বিএনপি-জামায়াতের ডাকা অবৈধ হরতাল, অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে শান্তি সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘গাজীপুর বাসি বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংস রাজনীতি প্রত্যাখ্যান করেছে। তবে তাদের সহিংসতার কারণে সাধারণ মানুষ কিছুটা আতঙ্কিত। এ জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ রাজপথে রয়েছে।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘বিএনপি জামায়াত ২০১৪ সালে, ২০১৮ সালে পরাজিত হয়েছিল। সামনেও তারা পরাজিত হবে।’

বৃহস্পতিবার সকালে চান্দনা চৌরাস্তায় জাগ্রত চৌরঙ্গীর কাছে বাসন থানা আওয়ামী লীগের উদ্যোগে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বাসন থানা আওয়ামী লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল, সাবেক ভিপি আফজাল হোসেন সরকার রিপন, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোকশেদ আলম, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক কবির মণ্ডল। এছাড়া মহানগর ও থানা পর্যায়ের নেতারা শান্তি সমাবেশে বক্তব্য রাখেন।

পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে শান্তি সমাবেশে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল ও মোটরসাইকেল বহর নিয়ে অংশ গ্রহণ করেন।

এদিকে, অবরোধের তেমন প্রভাব নেই সড়ক, মহাসড়কে। সকাল থেকে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার, আন্তজেলা বাস, মিনিবাস ও হালকা যানবাহন চলাচল করছে। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রিকশা, অটোরিকশা সহ বিভিন্ন যানবাহনে চড়ে গন্তব্যে পাড়ি দিচ্ছেন। বিপণী বিতান, দোকান পাট ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রয়েছে। এছাড়া ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন মহাসড়কে টহলে রয়েছে র‍্যাব, বিজিবি সদস্যরা।