ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পোশাক শ্রমিকদের নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
  • / ৪২৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে আন্দোলনে শ্রমিকদের ওপর হামলা, দমন-পীড়ন বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন করতে গিয়ে নিহত দুই শ্রমিক রাসেল হাওলাদার ও আনজুয়ারা খাতুনের ওপর হামলায় পুলিশি সম্পৃক্ততা খতিয়ে দেখতে হামলাগুলোর পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত চেয়েছে ওয়াশিংটন।

সেই সঙ্গে শ্রমিক নেতা জুয়েল মিয়াকে অবিলম্বে মুক্তির ব্যবস্থা করার তাগিদ দিয়েছে বাংলাদেশের তৈরি পোশাকের বড় ক্রেতা যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার মার্কিন শ্রম দপ্তরের আন্তর্জাতিক বিষয়াবলি দেখভালের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি এক বিবৃতিতে এ আহ্বান জানান।

এর একদিন আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে সর্বনিম্ন মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর সহিংস ক্র্যাকডাউনের নিন্দা করেছিলেন।

মার্কিন শ্রম দপ্তরের আন্তর্জাতিকবিষয়ক উপআন্ডার সেক্রেটারি থিয়া লি বলেন, বাংলাদেশের ন্যূনতম মজুরি পর্যালোচনার ক্ষেত্রে শ্রমিক ও ট্রেড ইউনিয়নিস্টদের ওপর সহিংসতা বৃদ্ধি এবং দমন-পীড়ন নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

ডিজাইন এক্সপ্রেস ফ্যাক্টরির ২৬ বছর বয়সি রক্ষণাবেক্ষণ অপারেটর এবং সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সদস্য হাওলাদার ও সেলাই মেশিন অপারেটর দুই সন্তানের জননী ২৩ বছর বয়সি আনজুয়ারা খাতুন বিক্ষোভের সময় নিহত হন জানিয়ে তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই— শ্রমিকদের সমাবেশের স্বাধীনতাকে সম্মান করতে, শ্রমিকদের ওপর সহিংস দমন-পীড়ন বন্ধ করতে এবং রাসেল হাওলাদার ও আনজুয়ারা খাতুন হত্যায় পুলিশের জড়িত থাকার অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করতে।

সেই সঙ্গে ন্যূনতম মজুরি আন্দোলনের ঘটনায় গ্রেফতার বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের শ্রমিক সংগঠক জুয়েল মিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়ারও আহ্বান জানাই। তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকারকে সাম্প্রতিক ন্যূনতম মজুরির সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করছি, যাতে শ্রমিক এবং তাদের পরিবারের চাহিদা পূরণ করে এমন ন্যায়সঙ্গত ক্ষতিপূরণ প্রদান করে। সেই সঙ্গে ভবিষ্যতের অস্থিরতা রোধ করার জন্য, মার্কিন শ্রম দপ্তর বিদ্যমান শ্রম আইন সংশোধনেরও আহ্বান জানাচ্ছে।

ন্যূনতম মাসিক মজুরি ২৫ হাজার টাকা করার দাবিতে গত দুই সপ্তাহ ধরে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। সেই আন্দোলনে দমন-পীড়ন এবং হতাহতের প্রেক্ষিতে গত বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার যে বিবৃতিতে দেন তাতে বলা হয়, গত সপ্তাহে ২৬ বছর বয়সি গার্মেন্টস শ্রমিক ও সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নামের শ্রমিক ইউনিয়নের সদস্য রাসেল হাওলাদারকে পুলিশ হত্যা করেছে বলে যে খবর পাওয়া গেছে, তাতে আমরা বেদনাহত। ঢাকার একটি কারখানার ভেতরে প্রতিবাদকারীদের দেওয়া আগুনে নিহত ৩২ বছর বয়সি শ্রমিক ইমরান হোসেনের প্রাণহানিতেও আমরা শোক প্রকাশ করছি। তাদের পরিবার ও বৃহত্তর শ্রমিক সম্প্রদায়ের প্রতি আমাদের সহমর্মিতা।

তিনি বিবৃতিতে আরও বলেন, শ্রমিক এবং ট্রেড ইউনিয়নগুলোর বিরুদ্ধে চলমান দমন-পীড়নের বিষয়ে আমরা উদ্বিগ্ন। শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের অধিকারকে সুরক্ষিত রাখতে এবং শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা ফৌজদারি অপরাধের অভিযোগ তদন্ত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

পোশাক শ্রমিকদের নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৬:৩৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩

বাংলাদেশে আন্দোলনে শ্রমিকদের ওপর হামলা, দমন-পীড়ন বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন করতে গিয়ে নিহত দুই শ্রমিক রাসেল হাওলাদার ও আনজুয়ারা খাতুনের ওপর হামলায় পুলিশি সম্পৃক্ততা খতিয়ে দেখতে হামলাগুলোর পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত চেয়েছে ওয়াশিংটন।

সেই সঙ্গে শ্রমিক নেতা জুয়েল মিয়াকে অবিলম্বে মুক্তির ব্যবস্থা করার তাগিদ দিয়েছে বাংলাদেশের তৈরি পোশাকের বড় ক্রেতা যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার মার্কিন শ্রম দপ্তরের আন্তর্জাতিক বিষয়াবলি দেখভালের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি এক বিবৃতিতে এ আহ্বান জানান।

এর একদিন আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে সর্বনিম্ন মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর সহিংস ক্র্যাকডাউনের নিন্দা করেছিলেন।

মার্কিন শ্রম দপ্তরের আন্তর্জাতিকবিষয়ক উপআন্ডার সেক্রেটারি থিয়া লি বলেন, বাংলাদেশের ন্যূনতম মজুরি পর্যালোচনার ক্ষেত্রে শ্রমিক ও ট্রেড ইউনিয়নিস্টদের ওপর সহিংসতা বৃদ্ধি এবং দমন-পীড়ন নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

ডিজাইন এক্সপ্রেস ফ্যাক্টরির ২৬ বছর বয়সি রক্ষণাবেক্ষণ অপারেটর এবং সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সদস্য হাওলাদার ও সেলাই মেশিন অপারেটর দুই সন্তানের জননী ২৩ বছর বয়সি আনজুয়ারা খাতুন বিক্ষোভের সময় নিহত হন জানিয়ে তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই— শ্রমিকদের সমাবেশের স্বাধীনতাকে সম্মান করতে, শ্রমিকদের ওপর সহিংস দমন-পীড়ন বন্ধ করতে এবং রাসেল হাওলাদার ও আনজুয়ারা খাতুন হত্যায় পুলিশের জড়িত থাকার অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করতে।

সেই সঙ্গে ন্যূনতম মজুরি আন্দোলনের ঘটনায় গ্রেফতার বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের শ্রমিক সংগঠক জুয়েল মিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়ারও আহ্বান জানাই। তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকারকে সাম্প্রতিক ন্যূনতম মজুরির সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করছি, যাতে শ্রমিক এবং তাদের পরিবারের চাহিদা পূরণ করে এমন ন্যায়সঙ্গত ক্ষতিপূরণ প্রদান করে। সেই সঙ্গে ভবিষ্যতের অস্থিরতা রোধ করার জন্য, মার্কিন শ্রম দপ্তর বিদ্যমান শ্রম আইন সংশোধনেরও আহ্বান জানাচ্ছে।

ন্যূনতম মাসিক মজুরি ২৫ হাজার টাকা করার দাবিতে গত দুই সপ্তাহ ধরে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। সেই আন্দোলনে দমন-পীড়ন এবং হতাহতের প্রেক্ষিতে গত বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার যে বিবৃতিতে দেন তাতে বলা হয়, গত সপ্তাহে ২৬ বছর বয়সি গার্মেন্টস শ্রমিক ও সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নামের শ্রমিক ইউনিয়নের সদস্য রাসেল হাওলাদারকে পুলিশ হত্যা করেছে বলে যে খবর পাওয়া গেছে, তাতে আমরা বেদনাহত। ঢাকার একটি কারখানার ভেতরে প্রতিবাদকারীদের দেওয়া আগুনে নিহত ৩২ বছর বয়সি শ্রমিক ইমরান হোসেনের প্রাণহানিতেও আমরা শোক প্রকাশ করছি। তাদের পরিবার ও বৃহত্তর শ্রমিক সম্প্রদায়ের প্রতি আমাদের সহমর্মিতা।

তিনি বিবৃতিতে আরও বলেন, শ্রমিক এবং ট্রেড ইউনিয়নগুলোর বিরুদ্ধে চলমান দমন-পীড়নের বিষয়ে আমরা উদ্বিগ্ন। শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের অধিকারকে সুরক্ষিত রাখতে এবং শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা ফৌজদারি অপরাধের অভিযোগ তদন্ত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।