০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানকে সেমিফাইনালে ওঠার ‘বুদ্ধি’ দিলেন ওয়াসিম আকরাম

অবস্থা যা দাঁড়িয়েছে, তাতে বাবর-রিজওয়ানরা শুধুমাত্র সুপারম্যান বা ব্যাটম্যান হয়ে গেলেই পাকিস্তান সেমিফাইনালে উঠতে পারবে। তাও সুপারম্যানরাও সেই সমীকরণ মেলাতে পারেন কি না, সন্দেহ থেকেই যায়। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের জয়ের পর পাকিস্তানের লক্ষ্যটা এতটাই কঠিন হয়ে গিয়েছে।

কী সেই সমীকরণ? গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আগামী শনিবার শুধু ইংল্যান্ডকে হারালেই হবে না, নেট রানরেটে (+)০.৭০৭ ব্যবধান ঘোচানোর মতো করেই হারাতে হবে পাকিস্তানকে। সে জন্য ইংল্যান্ড যত রানই করুক, পাকিস্তানকে সেটা পেরোতে হবে প্রায় ২৮০ বল হাতে রেখে। আর যদি পাকিস্তান আগে ব্যাটিং পায়? সেক্ষেত্রে পাকিস্তানকে ২৮৭-২৮৮ রানে জিততে হবে!

অনেকে তাই পাকিস্তানের সেমিতে যাওয়ার স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছেন। কিন্তু দলটার সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম সেসব নিরাশাবাদীদের মধ্যে নন। এখনও ‘আশা’ করছেন সেমিতে ওঠার। কিন্তু কীভাবে? সেমিতে ওঠার একটা পথও বাতলে দিয়েছেন বাবর আজমদের। কী সেটা?

পাকিস্তানের এক জনপ্রিয় টক শো তে জানিয়েছেন, ‘দেখুন, অঙ্কের হিসেবে এখনও সেমিফাইনালে ওঠা সম্ভব। একটা কাজ করতে হবে। পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে হবে আর রান জড়ো করতে হবে। এরপর ইংল্যান্ড দলকে তাঁদের ড্রেসিংরুমের মধ্যে আটকে রেখে পুরো দলকে টাইমড আউট করতে হবে!’

বুদ্ধি পেয়ে বাবর আজম পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজম আশ্বস্ত হয়েছেন কি না, জানা যায়নি যদিও।

পাকিস্তানকে সেমিফাইনালে ওঠার ‘বুদ্ধি’ দিলেন ওয়াসিম আকরাম

আপডেট : ০৬:২৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩

অবস্থা যা দাঁড়িয়েছে, তাতে বাবর-রিজওয়ানরা শুধুমাত্র সুপারম্যান বা ব্যাটম্যান হয়ে গেলেই পাকিস্তান সেমিফাইনালে উঠতে পারবে। তাও সুপারম্যানরাও সেই সমীকরণ মেলাতে পারেন কি না, সন্দেহ থেকেই যায়। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের জয়ের পর পাকিস্তানের লক্ষ্যটা এতটাই কঠিন হয়ে গিয়েছে।

কী সেই সমীকরণ? গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আগামী শনিবার শুধু ইংল্যান্ডকে হারালেই হবে না, নেট রানরেটে (+)০.৭০৭ ব্যবধান ঘোচানোর মতো করেই হারাতে হবে পাকিস্তানকে। সে জন্য ইংল্যান্ড যত রানই করুক, পাকিস্তানকে সেটা পেরোতে হবে প্রায় ২৮০ বল হাতে রেখে। আর যদি পাকিস্তান আগে ব্যাটিং পায়? সেক্ষেত্রে পাকিস্তানকে ২৮৭-২৮৮ রানে জিততে হবে!

অনেকে তাই পাকিস্তানের সেমিতে যাওয়ার স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছেন। কিন্তু দলটার সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম সেসব নিরাশাবাদীদের মধ্যে নন। এখনও ‘আশা’ করছেন সেমিতে ওঠার। কিন্তু কীভাবে? সেমিতে ওঠার একটা পথও বাতলে দিয়েছেন বাবর আজমদের। কী সেটা?

পাকিস্তানের এক জনপ্রিয় টক শো তে জানিয়েছেন, ‘দেখুন, অঙ্কের হিসেবে এখনও সেমিফাইনালে ওঠা সম্ভব। একটা কাজ করতে হবে। পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে হবে আর রান জড়ো করতে হবে। এরপর ইংল্যান্ড দলকে তাঁদের ড্রেসিংরুমের মধ্যে আটকে রেখে পুরো দলকে টাইমড আউট করতে হবে!’

বুদ্ধি পেয়ে বাবর আজম পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজম আশ্বস্ত হয়েছেন কি না, জানা যায়নি যদিও।