ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিত করেছে আইসিসি

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
  • / ৪৫৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপের প্রমাণ পেয়েছে আইসিসি, সে কারণে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। স্থগিতাদেশ কতদিনের জন্য, তা এখনো জানানো হয়নি।

বিবৃতিতে আইসিসি লিখেছে, আইসিসির বোর্ড আজ বৈঠকে বসেছে। তাদের রায়, স্বতন্ত্রভাবে নিজেদের কর্মকান্ড পরিচালনা করতে পারেনি শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড, সেখানে দেশটির সরকারের হস্তক্ষেপ আছে। স্থগিতাদেশের শর্তাবলি আইসিসির বোর্ডই সময়মতো জানিয়ে দেবে বলে জানানো হয়েছে বিবৃতিতে।

আইসিসির নিয়ম ভাঙার প্রশ্ন এসেছে বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের ব্যর্থতা এবং এরপর দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিক্রিয়ার পর। বিশ্বকাপে সেমিফাইনালে তো উঠতে পারেইনি, গতকাল নিউজিল্যান্ডের কাছে বিশাল ব্যবধানে হেরে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতেও শ্রীলঙ্কার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল বাংলাদেশ বিশাল ব্যবধানে না হারলে শ্রীলঙ্কার চ্যাম্পিয়নস ট্রফি খেলা হবে না।

তা দল সেমিফাইনালে উঠছে না, এটা নিশ্চিত হওয়ার পরই চার দিন আগে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয় কড়া সিদ্ধান্ত নেয়। দেশটির ক্রিকেট বোর্ডের সবাইকে ছাঁটাই করে অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন নতুন কমিটি ঘোষণা করে। দেশটির ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, ১৯৭৩ সালে প্রণীত শ্রীলঙ্কার ক্রীড়া আইন অনুযায়ী ক্রীড়ামন্ত্রী এই নিয়োগ দিয়েছেন। যদিও শ্রীলঙ্কার আদালতের আপিল বিভাগ ক্রীড়া মন্ত্রণালয়ের সে সিদ্ধান্ত কার্যকরের ক্ষেত্রে স্থগিতাদেশ দেয়, পুরোনো বোর্ডকেই পুনর্বহাল করে।

বেশ কয়েক মাস ধরেই শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসকদের ওপর বিরক্ত ছিলেন ক্রীড়ামন্ত্রী। বিরক্তি চরমে ওঠে বিশ্বকাপে একের পর এক ম্যাচে দলের হতাশাজনক পারফরম্যান্স দেখার পর। গত সপ্তাহে আইসিসিকে পাঠানো এক চিঠিতে দেশের ক্রিকেট প্রশাসকদের নির্লজ্জ ও বিশ্বাসঘাতক বলেছিলেন মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিত করেছে আইসিসি

আপডেট সময় : ০৪:২৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩

ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপের প্রমাণ পেয়েছে আইসিসি, সে কারণে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। স্থগিতাদেশ কতদিনের জন্য, তা এখনো জানানো হয়নি।

বিবৃতিতে আইসিসি লিখেছে, আইসিসির বোর্ড আজ বৈঠকে বসেছে। তাদের রায়, স্বতন্ত্রভাবে নিজেদের কর্মকান্ড পরিচালনা করতে পারেনি শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড, সেখানে দেশটির সরকারের হস্তক্ষেপ আছে। স্থগিতাদেশের শর্তাবলি আইসিসির বোর্ডই সময়মতো জানিয়ে দেবে বলে জানানো হয়েছে বিবৃতিতে।

আইসিসির নিয়ম ভাঙার প্রশ্ন এসেছে বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের ব্যর্থতা এবং এরপর দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিক্রিয়ার পর। বিশ্বকাপে সেমিফাইনালে তো উঠতে পারেইনি, গতকাল নিউজিল্যান্ডের কাছে বিশাল ব্যবধানে হেরে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতেও শ্রীলঙ্কার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল বাংলাদেশ বিশাল ব্যবধানে না হারলে শ্রীলঙ্কার চ্যাম্পিয়নস ট্রফি খেলা হবে না।

তা দল সেমিফাইনালে উঠছে না, এটা নিশ্চিত হওয়ার পরই চার দিন আগে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয় কড়া সিদ্ধান্ত নেয়। দেশটির ক্রিকেট বোর্ডের সবাইকে ছাঁটাই করে অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন নতুন কমিটি ঘোষণা করে। দেশটির ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, ১৯৭৩ সালে প্রণীত শ্রীলঙ্কার ক্রীড়া আইন অনুযায়ী ক্রীড়ামন্ত্রী এই নিয়োগ দিয়েছেন। যদিও শ্রীলঙ্কার আদালতের আপিল বিভাগ ক্রীড়া মন্ত্রণালয়ের সে সিদ্ধান্ত কার্যকরের ক্ষেত্রে স্থগিতাদেশ দেয়, পুরোনো বোর্ডকেই পুনর্বহাল করে।

বেশ কয়েক মাস ধরেই শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসকদের ওপর বিরক্ত ছিলেন ক্রীড়ামন্ত্রী। বিরক্তি চরমে ওঠে বিশ্বকাপে একের পর এক ম্যাচে দলের হতাশাজনক পারফরম্যান্স দেখার পর। গত সপ্তাহে আইসিসিকে পাঠানো এক চিঠিতে দেশের ক্রিকেট প্রশাসকদের নির্লজ্জ ও বিশ্বাসঘাতক বলেছিলেন মন্ত্রী।