ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দেশের বিভিন্ন জায়গায় শান্তি মিছিল করেছে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
  • / ৪১৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি-জামায়াতের অবরোধ ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় শান্তি মিছিল, অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।

মহাসড়ক পাহারায় কুমিল্লার সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নেতৃত্বে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে। রবিবার (১২ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পদুয়ার বাজারসহ বিভিন্ন পয়েন্টে সতর্ক পাহারায় অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

সকালে কিশোরগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ করে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ। সমাবেশে বক্তারা বলেন, উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত অবরোধের নামে দেশকে পিছিয়ে নেয়ার ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ তা হতে দেবে না। বগুড়ায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি মিছিল ও সমাবেশ হয়েছে। শহরের সাত মাথায় মিছিল শেষে নব-নির্মিত মুজিব মঞ্চে সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুসহ দলের নেতারা।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সমাবেশ করেছে কামদিয়া নুরুল হক কলেজ মাঠে। পরে একটি শোভাযাত্রা বের করা হয়। নাটোরে শহরের কানাইখালী এলাকা থেকে একটি মিছিল বের করে জেলা যুবলীগ। পরে নাটোর প্রেসক্লাব চত্ত্বরে শান্তি সমাবেশ করে।

এদিকে, সাতক্ষীরার কেন্দ্রীয় তরুণ লীগের সাধারণ সম্পাদক জিএম শফিউল্লাহর নেতৃত্বে শ্যামনগর ও কালীগঞ্জ উপজেলার বংশিপুর বাজার এলাকায় শান্তি সমাবেশ শেষে মোটরসাইকেলের উন্নয়ন শোভাযাত্রা হয়।

নিউজটি শেয়ার করুন

দেশের বিভিন্ন জায়গায় শান্তি মিছিল করেছে আওয়ামী লীগ

আপডেট সময় : ০৩:৩৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩

বিএনপি-জামায়াতের অবরোধ ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় শান্তি মিছিল, অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।

মহাসড়ক পাহারায় কুমিল্লার সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নেতৃত্বে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে। রবিবার (১২ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পদুয়ার বাজারসহ বিভিন্ন পয়েন্টে সতর্ক পাহারায় অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

সকালে কিশোরগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ করে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ। সমাবেশে বক্তারা বলেন, উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত অবরোধের নামে দেশকে পিছিয়ে নেয়ার ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ তা হতে দেবে না। বগুড়ায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি মিছিল ও সমাবেশ হয়েছে। শহরের সাত মাথায় মিছিল শেষে নব-নির্মিত মুজিব মঞ্চে সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুসহ দলের নেতারা।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সমাবেশ করেছে কামদিয়া নুরুল হক কলেজ মাঠে। পরে একটি শোভাযাত্রা বের করা হয়। নাটোরে শহরের কানাইখালী এলাকা থেকে একটি মিছিল বের করে জেলা যুবলীগ। পরে নাটোর প্রেসক্লাব চত্ত্বরে শান্তি সমাবেশ করে।

এদিকে, সাতক্ষীরার কেন্দ্রীয় তরুণ লীগের সাধারণ সম্পাদক জিএম শফিউল্লাহর নেতৃত্বে শ্যামনগর ও কালীগঞ্জ উপজেলার বংশিপুর বাজার এলাকায় শান্তি সমাবেশ শেষে মোটরসাইকেলের উন্নয়ন শোভাযাত্রা হয়।