ফিলিস্তিনিদের সমর্থনে দেশে দেশে বিক্ষোভ
- আপডেট সময় : ১০:২১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
- / ৪২৯ বার পড়া হয়েছে
গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদে এবং অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবিতে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মাানিসহ বিভিন্ন দেশে বিক্ষোভ করেছে লাখো মানুষ। ব্রিটেনের লন্ডনে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে।
বিবিসি জানায়, লন্ডনে বিক্ষোভ মিছিলে অংশ নেয় প্রায় ৩ লাখ মানুষ। এই বিক্ষোভ প্রতিহত করতে দেশটির কট্টর ডানপন্থী বিভিন্ন গোষ্ঠীর সদস্যরা পাল্টা বিক্ষোভ করলে দেড়শো জনকে আটক করে লন্ডনের পুলিশ।
ইসরাইলের নির্বিচার হামলার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। তাদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। ইসরাইলের গণহত্যা বন্ধ করার দাবিতে ¤ে¬াগান দেয় বিক্ষোভকারীরা। এই বিক্ষোভকালে সাময়িক বন্ধ হয়ে যায় ম্যানহাটন ও টাইমস স্কয়ারের রাস্তাঘাট।
এছাড়াও, ফিলিস্তিনিদের পক্ষে মিছিল হয়েছে প্যারিস, বার্লিন, বাগদাদ, করাচি এবং এডিনবার্গ সহ বিশ্বের বিভিন্ন বড় শহরেও।
গতকাল এক বিবৃতিতে ঋষি সুনাক বলেন, ‘ আইন অনুযায়ী সব ধরনের অপরাধমূলক তৎপরতা দ্রুত বন্ধ করতে হবে। গত বুধবার লন্ডন পুলিশ কমিশনারকে আমি এ কথাই বলেছি। এর জন্যই তাদের (পুলিশ বাহিনী) রাখা হয়েছে এবং (প্রধানমন্ত্রী হিসেবে) আমিও সেটাই তাদের কাছে চাই।’
পুলিশ বলছে, পাল্টা বিক্ষোভ করতে সেন্ট্রাল লন্ডনের বিভিন্ন সড়কে কয়েক শ বিক্ষোভকারীকে দেখা গেছে। কয়েকটি স্থানে এসব বিক্ষোভকারীর সঙ্গে পুলিশ সদস্যদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে লন্ডনের বিক্ষোভে তিন লাখের বেশি মানুষ অংশ নেন বলে জানিয়েছে লন্ডন পুলিশ। তবে আয়োজকদের দাবি, বিক্ষোভে ৮ লাখ মানুষ ছিল।