রাজধানীর মিরপুরে আরও একটি গণপরিবহনে আগুন দিয়েছে দুবৃত্তরা। রোববার (১২ নভেম্বর) দুপুরে মিরপুর-১০ নম্বর গোল চত্ত্বর এলাকায় প্রজাপতি পরিবহন নামের একটি গণপরিবহনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ করে। এই তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আলামিন।
তিনি জানান, দুপুর ১ টা ১০ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। ১টা ১৩ মিনিটে মিরপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটে আগুন নেভানোর কাজে যোগ দেয়। ১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে, ১১ নভেম্বর শনিবার রাত ৮টা থেকে ১২ নভেম্বর সকাল ৬টা (অবরোধের আগের রাত) পর্যন্ত রাজধানীতে ৭টি গণপরিবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
এরমধ্যে রাত ৮টা ২০ মিনিটে নটরডেম কলেজের সামনে লাল সবুজ নামে ১টি বাসে আগুন দেওয়া হয়। সাড়ে ৮টায় গাবতলী বাস স্ট্যান্ডের সামনে ১টি বাসে আগুন দেওয়া হয়। রাত ৯টায় গুলিস্তানে স্কয়ার মার্কেটের সামনে সময় নিয়ন্ত্রণ নামে ১টি বাসে আগুন দেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় অনাবিল পরিবহন নামে ১টি বাসে আগুন দেওয়া হয়। ৯টা ৩৮ মিনিটে মিরপুরের কাফরুল থানার সামনে প্রজাপতি পরিবহন নামে ১টি বাসে আগুন দেওয়া হয়। একই সময়ে রুপনগর থানার সামনে অপর একটি ১টি বাসে আগুন দেওয়া হয়। ভোর ৬ টা ৯ মিনিটে সুত্রাপুরে মালঞ্চ পরিবহন নামে ১টি বাসে আগুন দেওয়া হয়।