০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

স্বস্তির খবর পেলেন কিউই ক্রিকেটার হেনরি

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ০৩:৩৩:৪৯ অপরাহ্ন, রোববার, ১২ নভেম্বর ২০২৩
  • ৬৭ দেখেছেন

বাংলাদেশ সফরের আগে স্বস্তির খবর পেয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার হেনরি নিকোলস। প্লাঙ্কেট শিল্ডের ম্যাচে কিউই এই ক্রিকেটারের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ আনা হয়েছিল। অভিযোগের মুখোমুখি হওয়ার ফলে বাংলাদেশ সফরই অনিশ্চিত হয়ে গিয়েছিল হেনরির। তবে, শেষ পর্যন্ত স্বস্তির খবরই পেয়েছেন তিনি।

নিউজিল্যান্ড ঘরোয়া ক্রিকেটের প্লানকেট শিল্ডে ক্যান্টারবুরি এবং অকল্যান্ডের মধ্যকার ম্যাচ চলাকালে হেনরি বল টেম্পারিং করেছেন বলে অভিযোগ আনা হয়। এক ভিডিওতে দেখা যায় কিউই এই ক্রিকেটার হেলমেটের সাথে বল ঘঁষছিলেন। এরপরই তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়।

নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ডের আইন অনুসারে, হেনরি ৩.১ বিধির ১.১৫ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করা হয়। তার বিরুদ্ধে আনীত অভিযোগটি যাচাই-বাছাইয়ের জন্য বোর্ডের কমিশনারের নিকট হস্তান্তর করা হয়। শনিবার (১১ নভেম্বর) এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে এই ঘটনার কোনো সত্যতা পায়নি দেশটির ক্রিকেট বোর্ড। যার কারণে তাকে অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়।

স্বস্তির খবর পেলেন কিউই ক্রিকেটার হেনরি

আপডেট : ০৩:৩৩:৪৯ অপরাহ্ন, রোববার, ১২ নভেম্বর ২০২৩

বাংলাদেশ সফরের আগে স্বস্তির খবর পেয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার হেনরি নিকোলস। প্লাঙ্কেট শিল্ডের ম্যাচে কিউই এই ক্রিকেটারের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ আনা হয়েছিল। অভিযোগের মুখোমুখি হওয়ার ফলে বাংলাদেশ সফরই অনিশ্চিত হয়ে গিয়েছিল হেনরির। তবে, শেষ পর্যন্ত স্বস্তির খবরই পেয়েছেন তিনি।

নিউজিল্যান্ড ঘরোয়া ক্রিকেটের প্লানকেট শিল্ডে ক্যান্টারবুরি এবং অকল্যান্ডের মধ্যকার ম্যাচ চলাকালে হেনরি বল টেম্পারিং করেছেন বলে অভিযোগ আনা হয়। এক ভিডিওতে দেখা যায় কিউই এই ক্রিকেটার হেলমেটের সাথে বল ঘঁষছিলেন। এরপরই তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়।

নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ডের আইন অনুসারে, হেনরি ৩.১ বিধির ১.১৫ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করা হয়। তার বিরুদ্ধে আনীত অভিযোগটি যাচাই-বাছাইয়ের জন্য বোর্ডের কমিশনারের নিকট হস্তান্তর করা হয়। শনিবার (১১ নভেম্বর) এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে এই ঘটনার কোনো সত্যতা পায়নি দেশটির ক্রিকেট বোর্ড। যার কারণে তাকে অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়।