এলডিপির বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১০:৩১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
- / ৪১০ বার পড়া হয়েছে
চতুর্থ দফা অবরোধের প্রথমদিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে পুরানা পল্টন পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা।
এতে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ডক্টর নেয়ামূল বশির, ভাইস চেয়ারম্যান মাহে আলম চৌধুরী, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজিসহ গণতান্ত্রিক মহিলা দল, গণতান্ত্রিক যুবদল, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর এলডিপির নেতাকর্মীবৃন্দ।