অবরোধের সমর্থনে এলডিপির বিক্ষোভ
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:৪৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
- / ৪০৮ বার পড়া হয়েছে
চতুর্থ দফার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা। সোমবার দুপুর ১২টার দিকে কাকরাইল মোড় থেকে পুরানা পল্টন পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তারা।
মিছিলে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ডক্টর আওরঙ্গজেব বেলাল, ভাইস চেয়ারম্যান মাহে আলম চৌধুরী, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজিসহ গণতান্ত্রিক মহিলা দল, গণতান্ত্রিক যুবদল, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর এলডিপির নেতাকর্মীরা।
আওরঙ্গজেব বেলাল বলেন, যতক্ষণ পর্যন্ত এই জনপ্রতিনিধিবিহীন সরকার পদত্যাগপত্র জমা না দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। বাংলাদেশের মানুষ এই সরকারের প্রতি অনাস্থা দিয়েছে। দেশবাসী শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করছে। এই সরকার বিদায় নেবে এটিই শেষ কথা।