অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের খেলা সামনে রেখে মেলবোর্নে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। এখন শীত মৌসুম চলছে অস্ট্রেলিয়াতে।
আর মেলবোর্নে ঠান্ডাটা একটু বেশি থাকায় সেখানকার আবহাওয়ার সাথে মানিয়ে নিতে কয়েকদিন হাতে রেখে আগেই পৌঁছায় বাংলাদেশ দল। প্রথম দিকে বাংলাদেশ দল ফিটনেস অনুশীলনের উপর জোর দিচ্ছে। তাই প্রথম দিন ফুটবলারদের ফিটনেস নিয়েই অনুশীলন করেছেন। বিশ্বকাপ ফুটবলের কয়েকটি আসরে খেলেছে অস্ট্রেলিয়া।
কাতার বিশ্বকাপ ফুটবলের নক আউট পর্বেও ওঠেছিলো সকারুরা। শক্তি, অভিজ্ঞতা এবং র্যাঙ্কিংয়ের বিচারে অস্ট্রেলিয়া বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে। এরপরও বাংলাদেশের লক্ষ্য মাঠে নিজেদের সেরাটা খেলা।
প্রতিকুল আবহাওয়ার সাথে খেলোয়াড়রা মানিয়ে নেয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন হেডকোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। আগামী ১৬ই নভেম্বর বাছাই পর্বের দ্বিতীয় ধাপের খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়া।