সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি, বিএনপির মহাসমাবেশে হামলা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে গত ২৯ অক্টোবর তিন দিনের অবরোধের ডাক দেয় বিএনপি। দলটির এই কর্মসূচিতে সমর্থন দেয় সমমনা কয়েকটি বিরোধী দল। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীও একই কর্মসূচির ঘোষণা দেয়। এই কর্মসূচি শেষে গত ২ নভেম্বর ফের দুদিনের অবরোধ কর্মসূচির ডাক দেয় বিএনপি। পরে বিএনপির দেখানো পথে হাঁটে জামায়াত। আর গত ৮ নভেম্বর তৃতীয় দফার অবরোধ শুরু হয়ে শেষ হয় গত শুক্রবার। আর চতুর্থ দফার অবরোধ গতকাল শুরু হয়ে শেষ হবে আজ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৫ প্লাটুনসহ সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, সারা দেশে মোট ১৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও তার আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ২৫ প্লাটুন বিজিবি।
প্রসঙ্গত, বিএনপি-জামায়াতসহ বিরোধীদলগুলোর ডাকে সারাদেশে চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি চলছে। ঘোষণা অনুযায়ী, রোববার (১২ নভেম্বর) সকাল ছয়টা থেকে শুরু হয়ে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত এই অবরোধ চলবে।