ভারতে বিশ্বকাপ ক্রিকেটের প্রথম পর্ব শেষে এখন অপেক্ষা সেমিফাইনাল বা নকআউট পর্বের। লিগ পদ্ধতিতে প্রথম পর্বের ৪৫টি ম্যাচে ১০টি দলের লড়াই শেষে ৪টি দল সেমিফাইনাল নিশ্চিত করেছে।
প্রথম পর্বে অপরাজিত থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দল হিসেবে সেমিতে উঠেছে ভারত। অন্য তিন দল হলো দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগামী বুধবার শুরু হবে সেমিফাইনালের লড়াই।
বিশ্বকাপ ক্রিকেট যখন নিজের ঘরের মাঠে, তখন ভারত তো সেই বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার হতেই পারে! তার ওপর এবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে বাকি রাখেনি স্বাগতিকরা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, সব জায়াগাতেই দ্যুতি ছড়িয়েছে ভারত দলের ক্রিকেটাররা। প্রথম পর্বের শুরুতেই ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়া, শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারানো ভারতের কাছে মাঠের লড়াইয়ে পাত্তা পায়নি ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানের মতো শক্তিশালী দলগুলোও। ৯টি ম্যাচেই অপরাজিত থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে খেলবে রোহিত শর্মা-ভিরাট কোহলির দলটি। এই নিয়ে ওয়ানডে ক্রিকেট বিশ^কাপে অষ্টমবারের মতো সেমিফাইনালে উঠলো ভারত।
চলতি আসরে পয়েন্ট তালিকার দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। আসরের শুরুতেই বড় জয় দিয়ে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে প্রোটিয়ারা। নিজেদের প্রথম ম্যাচে কুইন্টন ডি কক, ভেন ডার ডাসেন ও এইডেন মার্করামের নতুন রেকর্ড গড়া দ্রুততম তিন সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারায় টেমবা বাভুমার দলটি। নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রাখলেও দক্ষিণ আফ্রিকা হোঁচট খায় নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরে। তবে, ঘুরে দাঁড়াতে সময় নেয়নি ক্রিকেটে ‘চোকার্স’ খ্যাত দলটি। ভারতের বিপক্ষের ম্যাচ ছাড়া বাকি ৫টি ম্যাচেই জয় দিয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। সাদা বলের ক্রিকেট বিশ^কাপের সেমিতে পঞ্চমবার খেলতে যাচ্ছে দলটি।
পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থেকে সেমিফাইনালে উঠেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম ম্যাচে ভারত এবং দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানের হার দিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু হয় অজিদের। তবে, পরের ৭ ম্যাচে টানা জয় দিয়ে সেমিতে খেলা নিশ্চিত করেছে প্যাট কামিন্সের দল। ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে নবমবারের মতো সেমিফাইনালে খেলবে অজিরা।
আর, ৯ ম্যাচের ৫টিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ ও শেষ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে গতবারের রানার্স আপ নিউজিল্যান্ড। এই নিয়ে নবমবার ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের সেমিতে লড়বে কিউইরা।
ক্রম | তারিখ | বার | সময় | দল | স্টেডিয়াম |
প্রথম সেমিফাইনাল | ১৫ নভেম্বর | বুধবার | দুপুুর ২টা ৩০ মিনিট | ভারত-নিউজিল্যান্ড | ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই |
দ্বিতীয় সেমিফাইনাল | ১৬ নভেম্বর | বৃহস্পতিবার | দুপুুর ২টা ৩০ মিনিট | দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া | ইডেন গার্ডেন্স, কলকাতা |