ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বুধবার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৩০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • / ৪২৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবশেষে বুধবার দ্বাদশ সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করতে যাচ্ছে কাজী হাবিবুল আউয়াল কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে আগামীকাল বুধবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে বিকেল ৫টার দিকে এই বৈঠক হবে বলে জানা গেছে।

ইসি সচিব জাহাংগীর আলম আজ মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের বলেন, ‘কবে, কখন, কীভাবে তফসিল ঘোষণা করা হবে সে বিষয়ে আগামীকাল বুধবার সকাল ১০টায় জানানো হবে।’

এরআগে, গত শুক্রবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান জানিয়েছিলেন, সংসদ নির্বাচনের তফসিল এক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হতে পারে।

রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণা নিয়ে গত ৯ নভেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নির্বাচন কমিশন।

৮ নভেম্বর ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ২৯ জানুয়ারির মধ্যে হতে হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই মধ্যে জেলা নির্বাচন কার্যালয়ে পৌঁছে গেছে সরঞ্জাম।

ইসি সচিব দাবি করেন, ‘তফসিল ঘোষণার মতো সুষ্ঠু পরিবেশ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই হবে সংসদ নির্বাচন।’

জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কমনওয়েলথ দল পাঠাবে। এর মধ্যে কমনওয়েলথ ১৯ তারিখে বাংলাদেশে প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে। বিদেশি পর্যবেক্ষকদের ২১ নভেম্বর পর্যন্ত সময় আছে রেজিস্ট্রেশন করার। এ ছাড়া দেশীয় পর্যবেক্ষদের কার্যক্রম চলমান রয়েছে। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে।’

ভোটের নিরাপদ পরিবেশ বজায় রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে থাকবে বলে জানান সচিব।

সংবিধান অনুযায়ী, বর্তমান সংসদের পাঁচ বছর মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। পরবর্তী সংসদের জন্য ভোটগ্রহণ করতে হবে তার আগের নব্বই দিনের মধ্যে। অর্থাৎ গত ১ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে। আর ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বুধবার

আপডেট সময় : ০৯:৩০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

অবশেষে বুধবার দ্বাদশ সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করতে যাচ্ছে কাজী হাবিবুল আউয়াল কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে আগামীকাল বুধবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে বিকেল ৫টার দিকে এই বৈঠক হবে বলে জানা গেছে।

ইসি সচিব জাহাংগীর আলম আজ মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের বলেন, ‘কবে, কখন, কীভাবে তফসিল ঘোষণা করা হবে সে বিষয়ে আগামীকাল বুধবার সকাল ১০টায় জানানো হবে।’

এরআগে, গত শুক্রবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান জানিয়েছিলেন, সংসদ নির্বাচনের তফসিল এক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হতে পারে।

রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণা নিয়ে গত ৯ নভেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নির্বাচন কমিশন।

৮ নভেম্বর ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ২৯ জানুয়ারির মধ্যে হতে হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই মধ্যে জেলা নির্বাচন কার্যালয়ে পৌঁছে গেছে সরঞ্জাম।

ইসি সচিব দাবি করেন, ‘তফসিল ঘোষণার মতো সুষ্ঠু পরিবেশ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই হবে সংসদ নির্বাচন।’

জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কমনওয়েলথ দল পাঠাবে। এর মধ্যে কমনওয়েলথ ১৯ তারিখে বাংলাদেশে প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে। বিদেশি পর্যবেক্ষকদের ২১ নভেম্বর পর্যন্ত সময় আছে রেজিস্ট্রেশন করার। এ ছাড়া দেশীয় পর্যবেক্ষদের কার্যক্রম চলমান রয়েছে। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে।’

ভোটের নিরাপদ পরিবেশ বজায় রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে থাকবে বলে জানান সচিব।

সংবিধান অনুযায়ী, বর্তমান সংসদের পাঁচ বছর মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। পরবর্তী সংসদের জন্য ভোটগ্রহণ করতে হবে তার আগের নব্বই দিনের মধ্যে। অর্থাৎ গত ১ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে। আর ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।