ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় গাজা ছাড়তে বলেছেন ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তিনি জানান, গাজা ছাড়াই হতে পারে ফিলিস্তিনিদের সঠিক মানবিক সমাধান। এর প্রতিক্রিয়ায় হামাস জানিয়েছে, ফিলিস্তিনিরা গাজা ছাড়বে না। সেইসঙ্গে উপত্যকাটিতে সামনের দিনগুলোতে সংঘাত আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি।
আজ মঙ্গলবার লেবাননে হামাসের মুখপাত্র ওসামা হামদান এসব কথা বলেন।
এর আগে ইসরায়েলের অর্থমন্ত্রী বলেন, ফিলিস্তিনিদের স্বেচ্ছায় অভিবাসন হলো এ অঞ্চলের জন্য সঠিক মানবিক সমাধান।
এ প্রসঙ্গে হামাসের মুখপাত্র বলেন, যুদ্ধ কেবল শুরু হয়েছে। সামনে এটি আরও তীব্র হবে।
তিনি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী জিম্মিদের কথা ভাবছেন না। তিনি ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্যই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।
গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের ক্রমাগত হামলায় এখন পর্যন্ত গাজায় ১১ হাজার ২০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে, হামাসের হামলায় ইসরায়েলের ১ হাজার ২০০ মানুষ নিহত হয়েছেন বলে ইসরায়েল দাবি করেছে।