ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হামাস–ইসরায়েল যুদ্ধে নিহত ৪২ সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • / ৪৩৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হামাস–ইসরায়েল যুদ্ধে এখন পর্যন্ত ৪২ জন সাংবাদিক নিহত হয়েছেন বলে দাবি করেছে নিউ ইয়র্কভিত্তিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। কাতারভিত্তিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

সিপিজে এক বিবৃতিতে বলেছে, গতকাল সোমবার পর্যন্ত ৪২ জন সাংবাদিক ও মিডিয়া কর্মী নিহত হয়েছেন। এদের মধ্যে ৩৭ ফিলিস্তিনি, চারজন ইসরায়েলি এবং একজন লেবানিজ। এ ছাড়া নয়জন সাংবাদিক আহত হয়েছেন। তিন সাংবাদিক নিখোঁজ রয়েছেন, ১৩ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধের নিউজ সংগ্রহ করা সাংবাদিকেরাও একাধিক হামলা, হুমকি, সাইবার আক্রমণ, সেন্সরশিপ এবং পরিবারের সদস্যদের হত্যার শিকার হয়েছেন।

সিপিজে-এর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচি সমন্বয়কারী শেরিফ মনসুর এক বিবৃতিতে বলেছেন, এই হৃদয় বিদারক সংঘাতের সংবাদ সংগ্রহ করার জন্য এই অঞ্চলের সাংবাদিকেরা মহান ত্যাগ স্বীকার করছেন।

শেরিফ মনসুর বলেন, গাজার লোকেরা এই সময় একটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। আর এই সময়ে অব্যাহত হুমকির মধ্য দিয়ে সংবাদ সংগ্রহ করে যাচ্ছেন সাংবাদিকেরা। অনেকে সহকর্মী, পরিবার এবং গণমাধ্যমের সুবিধা হারিয়েছেন। নিরাপদ আশ্রয়ের জন্য অনেকে পালিয়ে গেছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের ক্রমাগত হামলায় এখন পর্যন্ত গাজায় ১১ হাজার ২০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলের ১ হাজার ২০০ মানুষ নিহত হয়েছেন বলে দেশটি দাবি করেছে।

নিউজটি শেয়ার করুন

হামাস–ইসরায়েল যুদ্ধে নিহত ৪২ সাংবাদিক

আপডেট সময় : ০৭:৫৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

হামাস–ইসরায়েল যুদ্ধে এখন পর্যন্ত ৪২ জন সাংবাদিক নিহত হয়েছেন বলে দাবি করেছে নিউ ইয়র্কভিত্তিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। কাতারভিত্তিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

সিপিজে এক বিবৃতিতে বলেছে, গতকাল সোমবার পর্যন্ত ৪২ জন সাংবাদিক ও মিডিয়া কর্মী নিহত হয়েছেন। এদের মধ্যে ৩৭ ফিলিস্তিনি, চারজন ইসরায়েলি এবং একজন লেবানিজ। এ ছাড়া নয়জন সাংবাদিক আহত হয়েছেন। তিন সাংবাদিক নিখোঁজ রয়েছেন, ১৩ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধের নিউজ সংগ্রহ করা সাংবাদিকেরাও একাধিক হামলা, হুমকি, সাইবার আক্রমণ, সেন্সরশিপ এবং পরিবারের সদস্যদের হত্যার শিকার হয়েছেন।

সিপিজে-এর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচি সমন্বয়কারী শেরিফ মনসুর এক বিবৃতিতে বলেছেন, এই হৃদয় বিদারক সংঘাতের সংবাদ সংগ্রহ করার জন্য এই অঞ্চলের সাংবাদিকেরা মহান ত্যাগ স্বীকার করছেন।

শেরিফ মনসুর বলেন, গাজার লোকেরা এই সময় একটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। আর এই সময়ে অব্যাহত হুমকির মধ্য দিয়ে সংবাদ সংগ্রহ করে যাচ্ছেন সাংবাদিকেরা। অনেকে সহকর্মী, পরিবার এবং গণমাধ্যমের সুবিধা হারিয়েছেন। নিরাপদ আশ্রয়ের জন্য অনেকে পালিয়ে গেছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের ক্রমাগত হামলায় এখন পর্যন্ত গাজায় ১১ হাজার ২০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলের ১ হাজার ২০০ মানুষ নিহত হয়েছেন বলে দেশটি দাবি করেছে।