‘বিএনপির প্রভু’ আমেরিকার সুর নরম দেখেছে কেন্দ্রীয় ১৪ দল
- আপডেট সময় : ০৪:৪৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / ৪১৫ বার পড়া হয়েছে
আমেরিকাকে বিএনপির প্রভু আখ্যা নিয়ে কেন্দ্রীয় ১৪ দলের নেতারা বলছেন, তারা এখন দুয়ারে দুয়ারে সংলাপের জন্য ঘুরছে। দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচরে কেন্দ্রীয় ১৪ দলের এক শান্তি সমাবেশে জোট নেতারা এ মন্তব্য করেন।
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ শান্তি সমাবেশ করে কেন্দ্রীয় ১৪ দল। জোট নেতারা ছাড়াও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে যোগ দেন। খন্ড খন্ড মিছিল নিয়ে আসা নেতাকর্মীদের পদচারণায় মূখর হয় সমাবেশ প্রাঙ্গণ।
সমাবেশে ১৪ দলের নেতারা দেশের সাম্প্রতিক রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতার সমালোচনা করেন।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ‘এদেশে যারা গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন তারা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটি কথাও উচ্চারণ করছে না।’
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘গতকাল থেকে দেখলাম, এখন তারা রাজনৈতিক দলগুলোর দুয়ারে দুয়ারে ঘুরছে, চিঠি নিয়ে। সেই চিঠি হচ্ছে সব ঠিক আছে শর্তহীন সংলাপ করো।’
স্বাধীনতার সময় বিদেশি শক্তিকে বাংলাদেশের জনগণ যেভাবে প্রতিহত করেছে ভবিষ্যতেও তাদেরকে প্রতিহতের ঘোষণা দেন নেতারা। এ সময় বিএনপির সমালোচনা করে ১৪ দলের মুখপাত্র বলেন, যত ষড়যন্ত্রই করুক বিএনপি আগামী নির্বাচন বানচাল করতে পারবে না।
আমির হোসেন আমু বলেন, ‘বিগত দিনে নির্বাচনে যেমনি তাদের ভরাডুবি হয়েছে আগামী নির্বাচন হলেও তাদের ভরাডুবি হবে। তাই ভয় পেয়ে আজকে নির্বাচন বানচাল করবার জন্য যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র বাংলার মানুষ প্রতিহত করে আসছে, প্রতিহত করবে।’
আগামী নির্বাচনে জয়ী হতে ১৪ দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান জোট নেতারা।