ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইনজামাম কী দিয়ে নেশা করেন জানতে চান হরভজন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • / ৩৪০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খবরটা শুধু বিষ্ময়কর নয়, কিছুটা অস্বাভাবিকও বটে। হরভজন সিং একজন গর্বিত শিখ। এমন ক্রিকেটারের ব্যাপারে কি না ইনজামাম-উল-হক বলছেন, এক মওলানার কথা শুনে ধর্মান্তরিত হতে চেয়েছিলেন হরভজন।

গতকাল থেকে ভাইরাল হয়ে যাওয়া এক ভিডিও সাক্ষাৎকারে পাকিস্তান ড্রেসিংরুমে হওয়া ধর্মচর্চা নিয়ে আলোচনা করতে দেখা গেছে। তারিক জামিল নামের এক মওলানার কথা বলেছেন ইনজামাম। বলেছেন, সন্ধ্যার দিকে পাকিস্তানের ড্রেসিংরুমে এসে তাঁদের নামাজ পড়াতেন তিনি। এরপর ধর্ম নিয়ে কথা বলতেন।

শুধু পাকিস্তানি ক্রিকেটার নন, ভারত দলে খেলা মুসলিম ক্রিকেটাররাও নাকি সেখানে যেতেন। দুই পেসার ইরফান পাঠান ও জহীর খানের সঙ্গী হতে মোহাম্মদ কাইফ। শুধু এই তিনজন নয়, ভারত দলের আরও চারজন নাকি এসে দেখতেন পাকিস্তানের ক্রিকেটাররা কী করছেন, কী শুনছেন।

ইনজামামের দাবি, হরভজন সিং সে চারজনের একজন। এবং তারিক জামিলের বয়ান শুনে নাকি ধর্মান্তরিত হওয়ার কথাও ভেবেছিলেন হরভজন।

এ নিয়ে আলোচনা খুব বেশিক্ষণ চলতে দেননি হরভজন। সরাসরি এক্স-এ (সাবেক টুইটার) জবাব দিয়েছেন ইনজামামের। সাবেক অফ স্পিনার বেশ কড়া ভাষায় বলেছেন, ‘কী দিয়ে নেশা করে এসব কথাবার্তা বলছে? আমি একজন গর্বিত ভারতীয় ও গর্বিত শিখ। এইসব ফালতু লোক যা ইচ্ছা তা বলে বেড়ায়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইনজামাম কী দিয়ে নেশা করেন জানতে চান হরভজন

আপডেট সময় : ০১:৩৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩

খবরটা শুধু বিষ্ময়কর নয়, কিছুটা অস্বাভাবিকও বটে। হরভজন সিং একজন গর্বিত শিখ। এমন ক্রিকেটারের ব্যাপারে কি না ইনজামাম-উল-হক বলছেন, এক মওলানার কথা শুনে ধর্মান্তরিত হতে চেয়েছিলেন হরভজন।

গতকাল থেকে ভাইরাল হয়ে যাওয়া এক ভিডিও সাক্ষাৎকারে পাকিস্তান ড্রেসিংরুমে হওয়া ধর্মচর্চা নিয়ে আলোচনা করতে দেখা গেছে। তারিক জামিল নামের এক মওলানার কথা বলেছেন ইনজামাম। বলেছেন, সন্ধ্যার দিকে পাকিস্তানের ড্রেসিংরুমে এসে তাঁদের নামাজ পড়াতেন তিনি। এরপর ধর্ম নিয়ে কথা বলতেন।

শুধু পাকিস্তানি ক্রিকেটার নন, ভারত দলে খেলা মুসলিম ক্রিকেটাররাও নাকি সেখানে যেতেন। দুই পেসার ইরফান পাঠান ও জহীর খানের সঙ্গী হতে মোহাম্মদ কাইফ। শুধু এই তিনজন নয়, ভারত দলের আরও চারজন নাকি এসে দেখতেন পাকিস্তানের ক্রিকেটাররা কী করছেন, কী শুনছেন।

ইনজামামের দাবি, হরভজন সিং সে চারজনের একজন। এবং তারিক জামিলের বয়ান শুনে নাকি ধর্মান্তরিত হওয়ার কথাও ভেবেছিলেন হরভজন।

এ নিয়ে আলোচনা খুব বেশিক্ষণ চলতে দেননি হরভজন। সরাসরি এক্স-এ (সাবেক টুইটার) জবাব দিয়েছেন ইনজামামের। সাবেক অফ স্পিনার বেশ কড়া ভাষায় বলেছেন, ‘কী দিয়ে নেশা করে এসব কথাবার্তা বলছে? আমি একজন গর্বিত ভারতীয় ও গর্বিত শিখ। এইসব ফালতু লোক যা ইচ্ছা তা বলে বেড়ায়।’