ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দুইপর্বের বিশ্ব ইজতেমার চূড়ান্ত তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৩১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • / ৩৪৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত কয়েক বছরের মতো আগামী বছরও তাবলিগ জামাতের বড় জমায়েত বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ঘোষণা হয়েছে চূড়ান্ত তারিখ। তুরাগ তীরে ইজতেমার প্রথমপর্ব অনুষ্ঠিত হবে আগামী ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি এবং দ্বিতীয়পর্ব অনুষ্ঠিত হবে ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি।

বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষেএ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথমপর্বের ইজতেমায় আলমি শূরাপন্থী মাওলানা জোবায়ের পক্ষের লোকজন ইজতেমায় অংশ নেবেন। আর দ্বিতীয়পর্বে ৯ থেকে ১১ ফেব্রুয়ারির ইজতেমায় মাওলানা সাদের অনুসারীরা অংশ নেবেন।

তাবলিগের শীর্ষ মাওলানা সাদের একটি বক্তব্যকে কেন্দ্র করে ২০১৮ সালে বিশ্ব ইজতেমার আয়োজকদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এরপর থেকে দুই গ্রুপ দুই পর্বে ইজতেমায় অংশ নিচ্ছেন।

একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন, ভারতের মাওলানা সাদ অনুসারীরা, অপরটির নেতৃত্বে বাংলাদেশের আলেম ওলামাদের মাওলানা জুবায়ের অনুসারী গ্রুপ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দুইপর্বের বিশ্ব ইজতেমার চূড়ান্ত তারিখ ঘোষণা

আপডেট সময় : ০১:৩১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩

গত কয়েক বছরের মতো আগামী বছরও তাবলিগ জামাতের বড় জমায়েত বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ঘোষণা হয়েছে চূড়ান্ত তারিখ। তুরাগ তীরে ইজতেমার প্রথমপর্ব অনুষ্ঠিত হবে আগামী ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি এবং দ্বিতীয়পর্ব অনুষ্ঠিত হবে ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি।

বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষেএ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথমপর্বের ইজতেমায় আলমি শূরাপন্থী মাওলানা জোবায়ের পক্ষের লোকজন ইজতেমায় অংশ নেবেন। আর দ্বিতীয়পর্বে ৯ থেকে ১১ ফেব্রুয়ারির ইজতেমায় মাওলানা সাদের অনুসারীরা অংশ নেবেন।

তাবলিগের শীর্ষ মাওলানা সাদের একটি বক্তব্যকে কেন্দ্র করে ২০১৮ সালে বিশ্ব ইজতেমার আয়োজকদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এরপর থেকে দুই গ্রুপ দুই পর্বে ইজতেমায় অংশ নিচ্ছেন।

একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন, ভারতের মাওলানা সাদ অনুসারীরা, অপরটির নেতৃত্বে বাংলাদেশের আলেম ওলামাদের মাওলানা জুবায়ের অনুসারী গ্রুপ।