বর্তমান সরকারের অধীনেই সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব: মাহি
- আপডেট সময় : ১০:২১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
- / ৪৩০ বার পড়া হয়েছে
বর্তমান সরকারের অধীনেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন অভিনেত্রী মাহিয়া মাহি সরকার। আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন।
এ সময় মাহিয়া মাহি সরকার বলেন, ‘বিশ্ববাসী দেখেও কেন দেখছে না এটা জানি না, কিন্তু আমার মনে হয় এই সরকার এখন সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত এবং এখানে একটা সুষ্ঠু নির্বাচন হবে।’
বিএনপির চলমান কর্মসূচির সমালোচনা করে মাহি বলেন, ‘এখন নভেম্বর মাস, ছাত্র-ছাত্রীদের পরীক্ষার মাস। কিন্তু বিএনপি জ্বালাও পোড়াও করে দেশে অস্থিশীল পরিবেশ সৃষ্টি করছে এবং এটা বিশ্ববাসী দেখছে।’
সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে লক্ষ্যে ছাত্রী সমাবেশের আয়োজন করে জেলা ছাত্রলীগ। ওই ছাত্রী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাহিয়া মাহি সরকার।
জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দের সভাপতিত্বে ছাত্রী সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী। প্রধান আলোচক ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুলতানা রাজিয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মনোয়ারা খাতুন, অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা।
উল্লেখ্য, মাহিয়া মাহি সরকার চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।