ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিএনপি থেকে বহিষ্কার হলেন দুই নেতা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • / ৪১৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলমান আন্দোলনে দ্বিমত পোষণ করে বিএনপিকে ভোটে আসার আহ্বান জানানোয় বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকৃতরা হলেন- দলটির নির্বাহী কমিটির সদস্য অ্যাড. খন্দকার আহসান হাবিব ও ব্যারিস্টার ফকরুল ইসলাম।

বুধবার সন্ধ্যায় দলটির সহদপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের বহিষ্কারের তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলে হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অ্যাড. খন্দকার আহসান হাবিব ও ব্যারিস্টার ফকরুল ইসলামকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে বিকেলে মালিবাগের একটি হোটেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চের ব্যানারে এক সংবাদ সম্মেলন করা হয়। সেখানে বহিষ্কৃত দুই নেতা বর্তমান সরকারের অধীনে বিএনপিকে নির্বাচনে যাওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে খন্দকার আহসান হাবিব বিএনপির ধ্বংসাত্মক রাজনীতির প্রতিবাদ করে জানান, নির্বাচন বর্জন একটা দলের অধিকার হতে পারে না। নির্বাচন প্রতিহত করার আন্দোলনের সঙ্গে তিনি একমত নন। এছাড়া তিনি অবরোধের নামে জ্বালাও পোড়াও না করে বিএনপিকে সংলাপে আসারও আহ্বান জানান।

১২৫ সদস্য নিয়ে গঠিত এই স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চের আহ্বায়ক আহসান হাবিব। সংবাদ সম্মেলনে তাঁর সঙ্গে ছিলেন ব্যারিস্টার ফকরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

বিএনপি থেকে বহিষ্কার হলেন দুই নেতা

আপডেট সময় : ০১:৪৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩

চলমান আন্দোলনে দ্বিমত পোষণ করে বিএনপিকে ভোটে আসার আহ্বান জানানোয় বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকৃতরা হলেন- দলটির নির্বাহী কমিটির সদস্য অ্যাড. খন্দকার আহসান হাবিব ও ব্যারিস্টার ফকরুল ইসলাম।

বুধবার সন্ধ্যায় দলটির সহদপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের বহিষ্কারের তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলে হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অ্যাড. খন্দকার আহসান হাবিব ও ব্যারিস্টার ফকরুল ইসলামকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে বিকেলে মালিবাগের একটি হোটেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চের ব্যানারে এক সংবাদ সম্মেলন করা হয়। সেখানে বহিষ্কৃত দুই নেতা বর্তমান সরকারের অধীনে বিএনপিকে নির্বাচনে যাওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে খন্দকার আহসান হাবিব বিএনপির ধ্বংসাত্মক রাজনীতির প্রতিবাদ করে জানান, নির্বাচন বর্জন একটা দলের অধিকার হতে পারে না। নির্বাচন প্রতিহত করার আন্দোলনের সঙ্গে তিনি একমত নন। এছাড়া তিনি অবরোধের নামে জ্বালাও পোড়াও না করে বিএনপিকে সংলাপে আসারও আহ্বান জানান।

১২৫ সদস্য নিয়ে গঠিত এই স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চের আহ্বায়ক আহসান হাবিব। সংবাদ সম্মেলনে তাঁর সঙ্গে ছিলেন ব্যারিস্টার ফকরুল ইসলাম।