বৃদ্ধের বয়স ২৫ বছর কমানোর দাবি
- আপডেট সময় : ১১:০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
- / ৪২৮ বার পড়া হয়েছে
বছর খানেক ধরেই আলোচনায় ৪৬ বছর বয়সী মার্কিন ধনকুবের ব্রায়ান জনসন। কারণ তিনি দাবি করেছেন, বয়স কমানো সম্ভব। এর জন্য তিনি খরচ করছেন কোটি কোটি টাকা। শরীর নিয়ে চলছে চরম পরীক্ষা নিরীক্ষা। এই সব কারণেই আলোচনায় থাকেন তিনি। এবার তাঁর সেই পরীক্ষার অংশ হয়ে গেলেন তাঁর বাবা এবং ছেলেও। কীভাবে? সেটাই এখন আলোচনার বিষয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ দিন ধরেই বয়স কমানোর জন্য নানা পরীক্ষা নিরীক্ষা করে চলেছেন ব্রায়ান। তাঁর দাবি, ১৮ বছরের বয়সে আবারও ফিরে যেতে পারবেন তিনি। কিন্তু এত দিন পর্যন্ত তাঁর যাবতীয় পরীক্ষা নিরীক্ষার কেন্দ্রে ছিলেন তিনি নিজেই। এবার সেই রেকর্ডও ভেঙে গেল। এবার তিনি তাঁর পরীক্ষার অংশ হিসেবে সঙ্গে নিয়েছেন নিজের বাবাকে।
জানা গেছে, ব্রায়ানের শরীর থেকে এক লিটার প্লাজমা সংগ্রহ করে তাঁর বাবার শরীরে দেওয়া হয়েছে। আর এ জন্য বাবার বয়স ২৫ বছর কমে গেছে বলে দাবি করেছেন ব্রায়ান। ব্রায়ানের দাবি সুপার ব্লাড নেওয়ার কারণে তাঁর বাবা এখন ৪৬ বছর বয়সী ব্যক্তির মতো।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ব্রায়ান বলেন, আমার শরীরের সুপার ব্লাড থেকে এক লিটার প্লাজমা নেওয়ার পর আমার বাবা ৪৬ বছর বয়সী ব্যক্তির মতো হয়ে গেছে।
ব্রায়ান জানিয়েছেন, বয়স কমাতে তিনি প্রতি দিন ১১১টি ট্যাবলেট খান। এ জন্য ৩০ জন চিকিৎসকের একটি নিজস্ব দল রয়েছে। ওষুধের পাশাপাশি, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খাবারেও নজর রাখেন ব্রায়ান।