জনগণের ইচ্ছার বিরুদ্ধে তফসিল ঘোষণা করবেন না: জামায়াতে ইসলামী
- আপডেট সময় : ০৭:৫৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
- / ৪২২ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, আপনারা জনগণের আস্থা ও বিশ্বাস হারিয়েছেন। আপনাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই অবিলম্বে পদত্যাগ করুন। দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো তফসিল ঘোষণা করবেন না। না হলে জনগণ আপনাদের জোরপূর্বক পদত্যাগ করাতে বাধ্য করবে।
বুধবার (১৫ নভেম্বর) অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে সড়কে ও রেলপথে অবস্থান নিয়ে পিকেটিং করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। মালিবাগ রেলগেট অবরোধকালে তিনি এসব কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য শাহীন আহমেদ খান, ইমাম হোসেনসহ অন্য নেতারা।
হেলাল উদ্দিন বলেন, জনগণের সঙ্গে প্রতারণা করার জন্য আবারও ষড়যন্ত্রমূলক তফসিল ঘোষণা করতে চায় আওয়ামী সরকার। বিরোধী দলগুলোর শীর্ষনেতাদের জেলখানায় রেখে প্রহসনের নির্বাচনের জন্য তফসিল ঘোষণার সুযোগ দেওয়া হবে না। জনগণ বাংলাদেশে আর কোনো প্রহসনের নির্বাচন হতে দেবে না। এবার মানুষ জীবন দিয়ে হলেও প্রহসনের নির্বাচন বানচাল করবে।
ড. হেলাল বলেন, ভোট চোরদের বিরুদ্ধে আমাদের অবরোধ চলছে, চলবে। জনগণের ভোট ও ভাতের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি অবিলম্বে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ সব নেতার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান।
৫ম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে আজ বুধবার রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথে অবস্থান নিয়ে মিছিল, বিক্ষোভ ও পিকেটিং করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা।