ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গাজার মসজিদে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • / ৪৩৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি এলাকার মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৫০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।

গাজার মধ্যাঞ্চলের আল-সাবরাহ এলাকার মসজিদে এই হামলা চালানো হয়। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওয়াফা গতকাল বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এতে বলা হয়, সাবরা পাড়ার একটি মসজিদকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ৫০ জন নিহত হয়েছে। এ ছাড়া বেশ কয়েক জন আহত হয়েছে।

অন্যদিকে ফিলিস্তিনির নুসিরাত শরণার্থী শিবিরে মালয়েশিয়ার স্কুলকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তিন বেসামরিক নাগরিক নিহত এবং কয়েক কয়েকজন আহত হয়েছেন।

এ ছাড়া দক্ষিণ গাজার শহর খান ইউনিসে ফিলিস্তিনি টেলিকমিউনিকেশন টাওয়ারগুলোকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক শিশু নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয়। এরপর থেকে ১১ হাজার ৫০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৪ হাজার ৭১০ জন শিশু রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন প্রায় ৩২ হাজার মানুষ।

নিউজটি শেয়ার করুন

গাজার মসজিদে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৫০

আপডেট সময় : ০৬:২৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি এলাকার মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৫০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।

গাজার মধ্যাঞ্চলের আল-সাবরাহ এলাকার মসজিদে এই হামলা চালানো হয়। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওয়াফা গতকাল বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এতে বলা হয়, সাবরা পাড়ার একটি মসজিদকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ৫০ জন নিহত হয়েছে। এ ছাড়া বেশ কয়েক জন আহত হয়েছে।

অন্যদিকে ফিলিস্তিনির নুসিরাত শরণার্থী শিবিরে মালয়েশিয়ার স্কুলকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তিন বেসামরিক নাগরিক নিহত এবং কয়েক কয়েকজন আহত হয়েছেন।

এ ছাড়া দক্ষিণ গাজার শহর খান ইউনিসে ফিলিস্তিনি টেলিকমিউনিকেশন টাওয়ারগুলোকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক শিশু নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয়। এরপর থেকে ১১ হাজার ৫০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৪ হাজার ৭১০ জন শিশু রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন প্রায় ৩২ হাজার মানুষ।